সূচনালগ্নে নির্বাচনকেন্দ্রিক কার্যক্রমের মধ্য দিয়ে যাত্রা শুরু করলেও, ‘সুজন’ নাম ধারণের পর থেকেই সংগঠনটি বৃহত্তর প্রেক্ষাপটে দেশের গণতন্ত্র, উন্নয়ন ও সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যুতে নীতি-নির্ধারকদের সঙ্গে অ্যাডভোকেসিমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। অ্যাডভোকেসি কার্যক্রমের মধ্যে অন্যতম হলো বাংলাদেশের রাজনৈতিক তথা নির্বাচনী সংস্কার আন্দোলন। এ লক্ষ্যে নীতি-নির্ধারক ও বিশেষজ্ঞদের যুক্ত করে সুজন প্রতিনিয়ত সংবাদ সম্মেলন, গোলটেবিল বৈঠক, মতবিনিময় সভা, মানববন্ধন, নাগরিক সমাবেশ, নাগরিক সংলাপ ও প্রচারাভিযান পরিচালনা করছে।
সুজন মনে করে, সাংবিধানিক আকাক্সক্ষা অনুযায়ী আমাদের রাষ্ট্রের প্রতিটি প্রশাসনিক একাংশের শাসনভার স্থানীয় সরকার প্রতিষ্ঠানসমূহের ওপর ন্যস্ত থাকার কথা। অদ্যাবধি সেই আকাঙ্ক্ষা পূরণ হয়নি। আমরা যদি আমাদের উন্নয়নের গতিকে ত্বরান্বিত করতে ও স্থায়িত্বশীল উন্নয়ন নিশ্চিত করতে চাই, তবে ক্ষমতা, দায়িত্ব ও সম্পদে স্থানীয় সরকারব্যবস্থা শক্তিশালীকরণের বিকল্প নেই। সে কারণে সুজন বিষয়টি নিয়ে নীতি-নির্ধারকদের সঙ্গে অ্যাডভোকেসি করার পাশাপাশি এব্যাপারে জনমত সৃষ্টি এবং স্থানীয় সরকারব্যবস্থাকে স্ব-শাসিত ও শক্তিশালী করার জন্য সচেতন, সংগঠিত ও সোচ্চার হওয়ার জন্য স্থানীয় সরকারের জনপ্রতিনিধিদের উৎসাহ প্রদান ও সামর্থ্য বৃদ্ধির প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।