সুজন- সুশাসনের জন্য নাগরিক Uncategorized ইসি অসত্য ও অর্ধ-সত্য তথ্য প্রকাশের মাধ্যমে বিভ্রান্তি – সৃষ্টি করেছে

ইসি অসত্য ও অর্ধ-সত্য তথ্য প্রকাশের মাধ্যমে বিভ্রান্তি – সৃষ্টি করেছে

সংবাদ বিজ্ঞপ্তি
গত ২৮ জুলাই নির্বাচন কমিশন কর্তৃক প্রকাশিত একটি ‘সংবাদ বিজ্ঞপ্তি’র প্রতি আমাদের দৃষ্টি আকর্ষিত হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে: “সমপ্রতি সুজন নামের একটি সংস্থার পক্ষ থেকে এক সংবাদ সম্মেলনে জানানো হয়েছে যে, দেশে ভোটার অন্তর্ভুক্তির ক্ষেত্রে নারী ভোটার আশংকাজনক কমে গেছে অর্থাৎ জেন্ডার গ্যাপ বেড়েছে। সম্মেলনে পুরুষ ও নারী ভোটারের কিছু পরিসংখ্যান তুলে ধরে জানানো হয়েছে – সর্বশেষ ২০১৪/২০১৫ সালে হালনাগাদের পর পুরুষ ও নারী ভোটারের পার্থক্য ১২% অর্থাৎ নারী ভোটার কমে গেছে ১২% … সুজনের সংবাদ সম্মেলনে উপস্থাপিত তথ্যাদি সম্পূর্ণ ভুল।” একইসঙ্গে “বিভ্রান্তিকর তথ্য দিয়ে (ভোটার তালিকাকে) বিতর্কিত না করার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি নির্বাচন কমিশন” আহবান জানায়।

আমরা সুস্পষ্টভাবে বলতে চাই যে, সুজন যেসব তথ্য প্রকাশ করেছে তার উৎস নির্বাচন কমিশন এবং সুজনের প্রকাশিত তথ্যে কোনো ভুল নেই। এছাড়া এসব তথ্য কোনোরূপ বিভ্রান্তি সৃষ্টি করার জন্যও প্রকাশ করা হয়নি। বরং নির্বাচন কমিশনই তার সংবাদ বিজ্ঞপ্তিতে অসত্য ও অর্ধ-সত্য তথ্য প্রকাশ করেছে বলে আমরা মনে করি।

বিস্তারিত পড়তে ক্লিক করুন

Related Post

পৌর নির্বাচনের প্রাথমিক ফলাফলপৌর নির্বাচনের প্রাথমিক ফলাফল

পৌর নির্বাচন-২০১৫ এর প্রাথমিক ফলাফল দেখতে এখানে ক্লিক করুন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ৭ মেয়রের তালিকা দেখতে ক্লিক করুন  

খানসামা উপজেলায় প্রতিদ্বন্দ্বী প্রাথীদের অংশগ্রহণে মুখোমুখি অনুষ্ঠান অনুষ্ঠিতখানসামা উপজেলায় প্রতিদ্বন্দ্বী প্রাথীদের অংশগ্রহণে মুখোমুখি অনুষ্ঠান অনুষ্ঠিত

দিনাজপুর জেলার খানসামা উপজেলায় গত ১৩ ফেব্রুয়ারি উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে উপজেলা নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রাথীদের অংশগ্রহণে মুখোমুখি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সুজন-সুশাসনের জন্য নাগরিক কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা

“নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীদের তথ্য উপস্থাপন এবং অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের আহ্বানে” শীর্ষক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত“নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীদের তথ্য উপস্থাপন এবং অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের আহ্বানে” শীর্ষক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

গত ১১ ডিসেম্বর ২০১৬ সকাল ১১.৩০টায়, নারায়ণগঞ্জ প্রেস ক্লাবে সুজন নারায়ণগঞ্জ জেলা কমিটি আয়োজিত ‘নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিকারী প্রার্থীদের তথ্য উপস্থাপন এবং অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের আহ্বান’