সুজন- সুশাসনের জন্য নাগরিক সংবাদ সম্মেলন কুমিল্লা সিটি কর্পোরেশনে নবনির্বাচিত জনপ্রতিনিধিদের তথ্যের বিশ্লেষণ উপস্থাপনের লক্ষ্যে সুজন-এর সংবাদ সম্মেলন

কুমিল্লা সিটি কর্পোরেশনে নবনির্বাচিত জনপ্রতিনিধিদের তথ্যের বিশ্লেষণ উপস্থাপনের লক্ষ্যে সুজন-এর সংবাদ সম্মেলন


গত ১৫ জুন ২০২২ অনুষ্ঠিত কুমিল্লা সিটি কর্পোরেশনের নবনির্বাচিত জনপ্রতিনিধিদের তথ্যের বিশ্লেষণ এক সংবাদ সম্মেলনের মাধ্যমে তুলে ধরেছে নাগরিক সংগঠন সুজন-সুশাসনের জন্য নাগরিক। সংবাদ সম্মলেনটি আজ ০৫ জুলাই ২০২২, মঙ্গলবার সকাল ১১টায় রাজধানীর সেগুনবাগিচায় অবস্থিত ঢাকা রিপোটার্স ইউনিটির নসরুল হামিদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে সুজন সম্পাদক জনাব বদিউল আলম মজুমদার, সুজন কেন্দ্রীয় নির্বাহী সদস্য জনাব রোবায়েত ফেরদৌস এবং সুজন জাতীয় কমিটির সদস্য জনাব একরাম হোসেন উপস্থিত ছিলেন। লিখিত প্রবন্ধ পাঠ করেন সুজন-এর কেন্দ্রীয় সমন্বয়কারী দিলীপ কুমার সরকার।

দিলীপ কুমার সরকার তাঁর প্রবন্ধে বিজয়ীদের শিক্ষাগত যোগ্যতার চিত্র তুলে ধরে বলেন, নবনির্বাচিত মেয়র আরফানুল হক রিফাত তাঁর শিক্ষাগত যোগ্যতা উলে­খ করেছেন বিএ। ৩৭ জন জনপ্রতিনিধির মধ্যে যে ৩৬ জনের তথ্য পাওয়া গেছে তাদের মধ্যে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রীধারীর সংখ্যা ১৭ জন (৪৭.২২%)। পক্ষান্তরে এসএসসি এবং ও তাঁর চেয়ে কম শিক্ষাগত স¤পন্ন জনপ্রতিনিধির সংখ্যা ৯ জন (২৫%)। ২০১৭ সালের নির্বাচনের সাথে তুলনা করলে দেখা যায় যে, ২০১৭ সালের তুলনায় এবারে স্বল্পশিক্ষিতদের (এসএসসি ও তার নিচে) নির্বাচিত হওয়ার হার বেশ কম। অপর দিকে উচ্চ শিক্ষিতদের (স্নাতক ও স্নাতকোত্তর) নির্বাচিত হওয়ার হার বেশি। প্রবণতাটি ইতিবাচক।

বিজয়ীদের পেশা স¤পর্কে তিনি বলেন, নবনির্বাচিত মেয়র আরফানুল হক রিফাত পেশার ঘরে লিখেছেন ঠিকাদারী, গৃহসম্পত্তি আয় ও ব্যাংক সুদ আয়। আয়ের উৎস খাত অনুযায়ী ব্যবসা থেকেই তাঁর আয় বেশি। সে অনুযায়ী তাঁর পেশা হয় ব্যবসা। তথ্য পাওয়া নবনির্বাচিত ২৬ জন সাধারণ ওয়ার্ড কাউন্সিলরের মধ্যে ২১ জনই (৮০.৭৭%) ব্যবসায়ী। অন্যদিকে নবনির্বাচিত ৯ জন সংরক্ষিত (নারী) আসনের কাউন্সিলরের মধ্যে ৭ জনই (৭৭.৭৮%) গৃহিণী।

মামলা সংক্রান্ত তথ্য তুলে ধরে দিলীপ কুমার সরকার বলেন, নবনির্বাচিত মেয়র আরফানুল হক রিফাতের বিরুদ্ধে বর্তমানে কোনো মামলা নেই; তবে অতীতে একটি মামলা ছিল। অতীতের মামলাটির অভিযোগসমূহের মধ্যে ৩০২ ধারার অভিযোগও ছিল। তথ্য পাওয়া নবনির্বাচিত সর্বমোট ৩৬ জন জনপ্রতিনিধির মধ্যে ১৩ জনের (৩৬.১১%) বিরুদ্ধে বর্তমানে, ১৩ জনের (৩৬.১১%) বিরুদ্ধে অতীতে এবং ৬ জনের (১৬.৬৭%) বিরুদ্ধে উভয় সময়ে মামলা আছে বা ছিল। ৩০২ ধারায় ৩ জনের (৮.৩৩%) বিরুদ্ধে বর্তমানে এবং ৪ জনের বিরুদ্ধে (১১.১১%) অতীতে মামলা আছে বা ছিল।

নবনির্বাচিতদের আয় ও সম্পদের তথ্য তুলে ধরে তিনি বলেন, তথ্য পাওয়া নবনির্বাচিত সর্বমোট ৩৬ জন জনপ্রতিনিধির মধ্যে ২০ জনের (৫৫.৫৬%) বার্ষিক আয় ৫ লক্ষ টাকার কম এবং ১১ জনের আয় (৩০.৫৬%) ৫ লক্ষ থেকে ২৫ লক্ষ টাকা। তথ্য পাওয়া নবনির্বাচিত সর্বমোট ৩৬ জন জনপ্রতিনিধির মধ্যে ১১ জনের (৩০.৫৬%) সম্পদের পরিমাণ ৫ লক্ষ টাকার কম। কোটিপতি রয়েছেন ৬ জন (১৬.৬৭%)।

কুমিল্লা নির্বাচন সম্পর্কে সুজন-এর পর্যবেক্ষণ তুলে ধরে দিলীপ কুমার সরকার বলেন, দলীয় মনোনয়ন পাওয়ার পর নির্বাচনী এলাকায় শোডাউন, আচরণবিধি লঙ্ঘন করে কিছু কিছু প্রচার-প্রচারণা এবং ভোটের আগের রাতে দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মধ্যে একটি সংঘর্ষের ঘটনা ঘটেছে। তবে এসব ছাপিয়ে মূল আলোচিত ঘটনা ছিল কুমিল­া-৬ আসনের সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহারের আচরণবিধি লঙ্ঘনের বিষয়টি। সিটি কর্পোরেশন (নির্বাচন আচরণ) বিধিমালা, ২০১৬-এর ২২ ধারার অধীনে কমিশন ‘সরকারি সুবিধাভোগী অতিগুরুত্বপূর্ণ ব্যক্তি’ হিসেবে স্থানীয় সংসদ সদস্যকে এলাকা ছাড়ার নির্দেশ দিলেও তিনি সে নির্দেশ উপেক্ষা করে এলাকায় অবস্থান করেন। নির্দেশ অমান্য করা সত্তে¡ও বিধিমালার ৩১ ও ৩২ ধারা অনুযায়ী শাস্তির বিধান প্রয়োগ না করায় কমিশন ব্যাপক সমালোচনার মুখে পড়ে। পরবর্তীতে কমিশন থেকে বলা হয় বাহাউদ্দিনকে এলাকা ছাড়ার কোনো নির্দেশনা দেওয়া হয়নি। এই ঘটনায় নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে যেমন প্রশ্ন উঠেছে, তেমনি কমিশনের মর্যাদাও ক্ষুন্ন হয়েছে বলে আমরা মনে করি। আমরা মনে করি নির্বাচন কমিশনের ওপর রাজনৈতিক দলগুলোর আস্থা না ফিরলে, অংশগ্রহণমূলক নির্বাচন কখনই সম্ভব নয়। তাই, নির্বাচন কমিশনের ওপর আস্থা ফেরানোর প্রয়োজনেই কুমিল­া সিটি কর্পোরেশন নির্বাচন নিয়ে একটি তদন্ত কমিটি গঠন করে, যথাযথ তদন্ত পূর্বক এ স¤পর্কে নির্বাচন কমিশনকে তাঁদের স্বচ্ছতা প্রমাণ করতে হবে। পাশাপাশি প্রার্থীদের হলফনামায় প্রদত্ত তথ্যগুলোর সঠিকতা যাচাইয়ের উদ্যোগ গ্রহণ করার জন্যও আমরা কমিশনের প্রতি আহবান জানাচ্ছি। কারণ হলফনামায় তথ্য প্রদানের মূল উদ্দেশ্য হলো তথ্য প্রদানের মাধ্যমে জনগণকে ক্ষমতায়িত করা। তথ্য যদি সঠিক না হয় তাহলে জনগণের প্রকৃত ক্ষমতায়ন সম্ভব নয়। আশাকরি নির্বাচন কমিশন আমাদের আহবানে সাড়া দেবে।

সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার বলেন, নির্বাচন কমিশন স্বাধীন ও সাংবিধানিক প্রতিষ্ঠান। কমিশনের দায়বদ্ধতা কেবল জনগণের কাছে। জনগণের ভোটাধিকার নিশ্চিত করে গণতান্ত্রিক ব্যবস্থাকে সুসংগঠিত করাই কমিশনের কাজ। সুজনও এলক্ষ্যে কাজ করে যাচ্ছে। নির্বাচন কমিশন তার সক্ষমতা প্রদর্শন করে বিধি বিধান প্রয়োগের মাধ্যমে। কুমিল্লা তারা সে সক্ষমতা দেখাতে পারেনি। কিছু চুনোপুঁটির ক্ষেত্রে সক্ষমতা দেখালেও রাঘববোয়ালদের ক্ষেত্রে দেখাতে পারেনি। কমিশনাররা তাদের শপথ অনুযায়ী কর্তব্য পালন করছেন কি না তা একটি বড় প্রশ্ন।

তিনি আরও বলেন, কুমিল্লা নির্বাচনে ইভিএম নিয়েও প্রশ্ন উঠেছে। জাতীয় নির্বাচনে ইভিএম ব্যবহৃত হয়েছিল ৬টি আসনে আর ২৯৪টি আসনে নির্বাচন হয়েছিল পেপার ব্যালটে। নির্বাচন কমিশনের তথ্যানুযায়ী ২৯৪ আসনে যেখানে পেপারব্যালটে ভোট হয়েছে, সেখানে ভোট পড়েছে ৮১ শতাংশ। অন্যদিকে যে ছয় আসনে ইভিএমে ভোট হয়েছে সেখানে ভোট পড়েছিল ৫১ শতাংশ। অর্থাৎ ৩০ শতাংশ পার্থক্য, তার মানে যেখানে পেপার ব্যালটে ভোট হয়েছে সেখানে কারসাজি করা হয়েছে, না হয় যেখানে ইভিএমে ভোট হয়েছে, সেখানে মানুষকে ভোটাধিকার বঞ্চিত করা হয়েছে। ২০১২ সালে কুমিল­া নির্বাচনে ব্যবহৃত বায়োমেট্রিক ইভিএমে ভোট পড়েছিল প্রায় ৭৫ শতাংশ, ২০১৭ সালে পেপার ব্যালটে ভোট পড়েছিল ৬৪ শতাংশ। এবারে সেখানে ভোট পড়েছে ৫৯ শতাংশ। ইভিএমে ভোট দিতে গিয়ে, বায়োমেট্রিক ছাপ না মেলায় অনেকে বিরক্ত হয়ে চলে গেছে। এখানে ইভিএম মানুষকে ভোটাধিকার থেকে বঞ্চিত করেছে। ইভিএম যদি মানুষকে ভোটাধিকার থেকে বঞ্চিত করে, সেই ইভিএম ব্যবহারের যৌক্তিকতা কি?

রোবায়েত ফেরদৌস বলেন, কুমিল্লা নির্বাচন ছিল এই কমিশনের প্রথম পরীক্ষা। প্রথম পরীক্ষাতেই তারা অনেকগুলো প্রশ্নের জন্ম দিয়েছে। ইভিএমে প্রিন্টআউট না থাকার কারণে পুনঃগণনার সুযোগ নেই। যারা ইভিএমে ভোট দিতে না পেরে ফেরত যান, তাদের জন্য বিকল্প ভোটের ব্যবস্থা রাখা যেতে পারে। সরকারি লোকজন যদি সুষ্ঠু নির্বাচনে বাধা হয়ে দাঁড়ায়, তাহলে পদত্যাগ করার সাহস ও দৃঢ়তা দেখাতে হবে। কমিশন এই দৃঢ়তা দেখাতে ব্যর্থ হয়েছে। নির্বাচনের মূল অংশীদার রাজনৈতিক দলগুলোর সাথে নির্বাচনকালীন সরকার নিয়েও এখন আলাপ শুরু করতে হবে।

একরাম হোসেন বলেন, কুমিল্লা নির্বাচনে নাগরিকদের জন্য উদ্বিগ্ন হওয়ার মতো কয়েকটি কারণ আছে। একটি হলো সমাজকর্মীদের স্থলে ব্যবসায়ীরা অধিকহারে নির্বাচিত হচ্ছেন অপরটি হলো মামলা সংশ্লিষ্টরাও নির্বাচিত হচ্ছেন বেশি করে। খুনের মামলার আসামীও আছেন অনেকে।

কুমিল্লা সিটি কর্পোরেশনের নবনির্বাচিত জনপ্রতিনিধিদের তথ্যের বিশ্লেষণ উপস্থাপনের লক্ষ্যে সংবাদ সম্মেলনে উপস্থাপিত প্রবন্ধ

Related Post

‘প্রসঙ্গ জেলা পরিষদ আইন’ শীর্ষক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত‘প্রসঙ্গ জেলা পরিষদ আইন’ শীর্ষক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

বাংলাদেশে একটি পূর্ণাঙ্গ, শক্তিশালী, যুগোপযোগী ও কার্যকর জেলা পরিষদ গঠনের জন্য সরকারের নিকট আহ্বান জানিয়েছেন সুজন-সুশাসনের জন্য নাগরিক-এর নেতৃবৃন্দ। গত ১০ সেপ্টেম্বর ২০১৬ সকাল ১১.০০টায়, রিপোর্টার্স ইউনিটিতে সুজন আয়োজিত ‘প্রসঙ্গ

‘গাজীপুর ও খুলনা সিটি করপোরেশন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীদের তথ্য উপস্থাপন’ শীর্ষক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত‘গাজীপুর ও খুলনা সিটি করপোরেশন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীদের তথ্য উপস্থাপন’ শীর্ষক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

আসন্ন গাজীপুর ও খুলনা সিটি করপোরেশন নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ পরিবেশে আয়োজনের দাবি জানিয়েছেন নাগরিক সংগঠন ‘সুজন-সুশাসনের জন্য নাগরিক’-এর নেতৃবৃন্দ। তারা ০৩ মে ২০১৮, সকাল ১১.০০টায়, ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি নির্বাচন ২০২০ পরবর্তী মূল্যায়ন ও বিজয়ীদের তথ্য বিশ্লেষণঢাকা উত্তর ও দক্ষিণ সিটি নির্বাচন ২০২০ পরবর্তী মূল্যায়ন ও বিজয়ীদের তথ্য বিশ্লেষণ

২৪ ফেব্রুয়ারি ২০২০ তারিখ সকাল ১১.০০টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে সুজন-সুশাসনের জন্য নাগরিক- এর উদ্যোগে ‘ঢাকা উত্তর ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে বিজয়ীদের তথ্য উপস্থাপন ও নির্বাচন মূল্যায়ন’