
উল্লেখ্য, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধানে অন্তর্ভুক্ত হওয়ার প্রাক্কালে আমাদের বর্তমান প্রধানমন্ত্রী ও তার দারিদ্র্য দূরীকরণ : কিছু চিন্তাভাবনা (আগামী প্রকাশনী, ১৯৯৫) গ্রন্থে তিন টার্মের পর এর বিলুপ্তির কথা বলেন। তিনি সুস্পষ্টভাবে বলেন, ‘আমরা আগামী তিনটি নির্বাচন নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে চেয়েছি, যাতে নির্বাচনী প্রক্রিয়ায় যেসব ত্রুটি রয়েছে ধীরে ধীরে তা সংস্কার ও ত্রুটিমুক্ত নির্বাচনী ব্যবস্থায় নিয়ে আসতে পারি।’ অর্থাৎ নির্বাচনী প্রক্রিয়ায় কতগুলো গুরুত্বপূর্ণ সংস্কারের পর তিনি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার বিলুপ্তির কথা বলেছেন। কিন্তু দুর্ভাগ্যবশত এসব সংস্কার এখনও হয়নি এবং অতীতের অভিজ্ঞতার পরিপ্রেক্ষিতে অদূর ভবিষ্যতে হবে বলেও আস্থা রাখা দুরূহ।
নব্বইয়ের তিন জোটের ‘যুক্ত ঘোষণা’য় স্বাক্ষরকারী দলগুলোর মধ্যেও আকাঙ্ক্ষা ছিল যে, তাদের দাবি করা অন্তর্বর্তীকালীন সরকার হবে একটি অস্থায়ী ব্যবস্থা। এ লক্ষ্যে তারা তাদের যুক্ত ঘোষণায় নির্বাচিত সরকারের পক্ষে কতগুলো সুস্পষ্ট অঙ্গীকার ব্যক্ত করে। জনগণের ভোটে একটি নির্বাচিত জাতীয় সংসদ প্রতিষ্ঠা করা, সংসদের কাছে প্রশাসনের জবাবদিহিতা নিশ্চিত করা, আইনের শাসন প্রতিষ্ঠা করা, বিচার বিভাগ স্বাধীন করা, জনগণের মৌলিক অধিকার সংরক্ষণ করা, মৌলিক অধিকার পরিপন্থী সব আইন বাতিল করা, অসাংবিধানিক পন্থায় ক্ষমতা দখলের সব প্রচেষ্টা প্রতিহত করা এবং নির্বাচন ছাড়া কোনো সংবিধানবহির্ভূত পন্থায় বা অন্য কোনো অজুহাতে নির্বাচিত সরকারকে ক্ষমতাচ্যুত না করা ছিল তাদের সুস্পষ্ট অঙ্গীকার। দুর্ভাগ্যবশত, ১৯৯১ সালের নির্বাচনে বিজয়ী বিএনপি সরকার রাষ্ট্রপতিশাসিত পদ্ধতির পরিবর্তে সংসদীয় পদ্ধতি প্রবর্তন ছাড়া যুক্ত ঘোষণায় অন্তর্ভুক্ত অঙ্গীকারগুলোর কোনোটিই বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করেনি। বস্তুত পরবর্তী কোনো সরকারই এ ব্যাপারে এগিয়ে আসেনি। অর্থাৎ আমাদের রাজনৈতিক দলগুলো সংস্কার সম্পর্কিত নব্বইয়ের অঙ্গীকারগুলো নগ্নভাবে বরখেলাপ করেছে।
নির্বাচন কমিশনের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে ২০০১ সালের তত্ত্বাবধায়ক সরকারও কয়েকটি গুরুত্বপূর্ণ সংস্কারের উদ্যোগ নেয়। কমিশনের অধীনে রাজনৈতিক দলের বাধ্যতামূলক নিবন্ধন এবং অসদাচরণের অভিযোগ, তদন্তসাপেক্ষে প্রার্থিতা ও নির্বাচন বাতিলের ক্ষমতা কমিশনকে প্রদান ছিল যার অন্যতম। একটি অধ্যাদেশের মাধ্যমে কমিশনকে এ ক্ষমতা প্রদান করা হয়। কিন্তু দুর্ভাগ্যবশত রাজনৈতিক দলগুলোর চাপে রাষ্ট্রপতি আরেকটি অধ্যাদেশ জারি করে ২০০১ সালের নির্বাচনের আগেই সংস্কারের এসব বিধানকে রহিত করেন। এভাবে আবারও নির্বাচন কমিশনকে ক্ষমতায়িত করা তথা নির্বাচনী প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ সংস্কারের সুযোগ নষ্ট করা হয়।
নির্বাচন কমিশনকে শক্তিশালী করাসহ একটি বলিষ্ঠ সংস্কার কর্মসূচি বাস্তবায়নের আরেকটি অপূর্ব সুযোগ সৃষ্টি হয় সাম্প্রতিক বছরগুলোতে। দুর্বৃত্তায়িত রাজনীতির প্রভাবে এবং এর বিহিতের লক্ষ্যে প্রয়োজনীয় সংস্কারের অভাবে পরে আমাদের পুরো নির্বাচনী ব্যবস্থাই ভেঙে পড়ে, যার প্রেক্ষাপটে জারি হয় জরুরি অবস্থা এবং সৃষ্টি হয় প্রায় দু’বছরের আরেকটি অনির্বাচিত তত্ত্বাবধায়ক সরকার। এ সরকারের আমলে এমনকি তার আগ থেকেই আওয়ামী লীগের নেতৃত্বে গঠিত ১৪ দলীয় জোট নির্বাচন প্রক্রিয়া, নির্বাচন কমিশন, রাজনৈতিক দলের সংস্কার ও ভোটারদের প্রার্থীদের সম্পর্কে তথ্যপ্রাপ্তির অধিকার নিশ্চিত করার দাবি করে আসছিল। শেখ হাসিনা ১৫ জুলাই, ২০০৫ একটি সংবাদ সম্মেলনে জোটের পক্ষ থেকে সংস্কার প্রস্তাবগুলো প্রথম জাতির সামনে তুলে ধরেন। পরে ২০০৫ সালের নভেম্বর মাসে অনুষ্ঠিত মহাজোটের মহাসমাবেশে ২৩ দফা ‘অভিন্ন নূ্যনতম কর্মসূচি’ প্রকাশের মাধ্যমে এসব সংস্কার প্রস্তাবের প্রতি পুনঃসমর্থন ব্যক্ত করা হয়। বিরোধীদলীয় নেত্রী হিসেবে শেখ হাসিনা এসব প্রস্তাব জাতীয় সংসদেও উত্থাপন করেন।
পরে পুনর্গঠিত নির্বাচন কমিশন ও রাজনৈতিক দলগুলোর মধ্যে ২০০৭ সালের শেষদিকে অনেক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। নির্বাচন কমিশনকে শক্তিশালী ও স্বাধীন করা, নির্বাচনী ব্যয় নিয়ন্ত্রণ এবং নির্বাচনী প্রক্রিয়ার সংস্কারের ব্যাপারে এসব মতবিনিময় সভায় কিছু ঐকমত্যও সৃষ্টি হয়। আরও ঐকমত্য সৃষ্টি হয় রাজনৈতিক দলের কিছু গুরুত্বপূর্ণ সংস্কারের। দলের অভ্যন্তরে গণতন্ত্রের চর্চা, দলের প্রত্যেক স্তরের কমিটিতে নারীদের অধিকতর অংশগ্রহণ, অঙ্গ ও সহযোগী সংগঠন বিলুপ্তিকরণ, দলের তৃণমূলের কমিটিগুলোর সুপারিশের পরিপ্রেক্ষিতে দলের মনোনয়ন চূড়ান্তকরণ ইত্যাদি শর্তসাপেক্ষে নির্বাচন কমিশনের অধীনে রাজনৈতিক দলের বাধ্যতামূলক নিবন্ধন এসব সংস্কারের অন্তর্ভুক্ত। রাজনৈতিক দলগুলো এসব শর্ত অমান্য করলে নির্বাচন কমিশনকে নিবন্ধন বাতিলের ক্ষমতা প্রদানের ব্যাপারেও ঐকমত্য সৃষ্টি হয়। এরপর সংস্কার প্রস্তাবগুলো একটি অধ্যাদেশের মাধ্যমে গণপ্রতিনিধিত্ব আদেশ ১৯৭২-এ অন্তর্ভুক্ত করা হয়, যার অধীনে ২৯ ডিসেম্বরের নবম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়।
কিন্তু দুর্ভাগ্যবশত নির্বাচিত সরকারের আমলে নবম সংসদের প্রথম অধিবেশনে অধ্যাদেশটি অনুমোদনকালে এতে কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হয়। নিবন্ধনের উপরিউক্ত শর্তগুলো না মানলে নির্বাচন কমিশনের নিবন্ধন বাতিলের ক্ষমতা রহিতকরণ ছিল যার অন্যতম। অর্থাৎ এ পরিবর্তনের মাধ্যমে নির্বাচন কমিশনকে একটি সাক্ষীগোপাল প্রতিষ্ঠানে পরিণত করা হয়েছে। অন্যভাবে বলতে গেলে, রাজনৈতিক দলগুলো নিবন্ধনের শর্ত মেনে না চললে কিংবা যথেচ্ছাচারে লিপ্ত হলে ক্ষমতাহীন কমিশনের কিছুই করার থাকবে না_ কমিশন তাদের নিবন্ধন বাতিল করতে পারবে না। এছাড়াও ক্ষমতাসীন জোটের অন্যতম শরিক আওয়ামী লীগ ও জাতীয় পার্টি তাদের সল্ফপ্রতি অনুষ্ঠিত জাতীয় সম্মেলনে নিবন্ধনের শর্তগুলোকে প্রায় পুরোপুরি উপেক্ষা করেছে। অর্থাৎ আমাদের রাজনৈতিক দলগুলো নব্বইয়ের পর আবারও তাদের সুস্পষ্ট অঙ্গীকার ভঙ্গ করল। নির্বাচন কমিশনকে ক্ষমতায়িত করে শক্তিশালী করার পরিবর্তে আরও দুর্বল করা হলো। তাই রাজনৈতিক দলগুলো আসলেই সংস্কার কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে আগ্রহী কি-না তা নিয়ে নাগরিকদের মনে প্রশ্ন ওঠাই স্বাভাবিক।
ক্ষমতাসীন আওয়ামী লীগ অতীতে অঙ্গীকার ভঙ্গ করলেও এখন আবার সংবিধান সংশোধনীর মাধ্যমে নির্বাচন কমিশনকে ক্ষমতায়িত করার কথা বলছে। কিন্তু সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য একটি স্বাধীন ও শক্তিশালী নির্বাচন কমিশন প্রয়োজনীয় (necessary), কিন্তু যথেষ্ট (sufficient) নয়। আমাদের অতীতের অভিজ্ঞতা থেকে দেখা যায়, সুষ্ঠু নির্বাচনের জন্য প্রয়োজন (ক) ক্ষমতাসীন সরকারের বিশেষত আমলাতন্ত্র ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রশ্নাতীত নিরপেক্ষতা (খ) রাজনৈতিক দলের সদাচরণ (গ) নাগরিক সচেতনতা ও নাগরিক সমাজের সোচ্চার ভূমিকা (ঘ) প্রতিযোগিতামূলক নির্বাচন (ঙ) যথাযথ আইনি কাঠামো (চ) নির্বাচন কমিশনের স্বাধীনতা, পক্ষপাতহীন আচরণ ও দক্ষতা ইত্যাদি।
অর্থাৎ নির্বাচন কমিশন স্বাধীন ও শক্তিশালী হলেই হবে না, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য আরও অনেক উপাদান আবশ্যক। প্রশাসনিক নিরপেক্ষতা ও সহযোগিতা যার অন্যতম। সারাদেশে একই দিনে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের জন্য প্রায় ১০ লাখ ব্যক্তির সক্রিয় সহযোগিতা প্রয়োজন। সরকারি সহযোগিতা ছাড়া এত বিরাট জনবল সংগঠিত করা নির্বাচন কমিশনের পক্ষে সম্ভব নয়_ এত লোকবল কমিশনের পক্ষে নিয়োগ প্রদান অসম্ভব। আর এ বিরাট সহায়ক শক্তির নিরপেক্ষতা নির্ভর করবে ক্ষমতাসীন সরকারের এবং কর্মকর্তা-কর্মচারীদের নিরপেক্ষ দৃষ্টিভঙ্গির ওপর।
সাল্ফপ্রতিক নির্বাচনগুলো থেকে এ বিষয়ে আমরা গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা অর্জন করেছি। পর্যবেক্ষকদের মতে, ২৯ ডিসেম্বর, ২০০৮ অনুষ্ঠিত নবম জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ হলেও নির্বাচিত দলীয় সরকারের অধীনে ২২ জানুয়ারি, ২০০৯ অনুষ্ঠিত উপজেলা নির্বাচন ছিল সমস্যাসংকুল। যেসব কর্মকর্তা জাতীয় নির্বাচনে নিরপেক্ষ ভূমিকা পালন করতে পেরেছিলেন, তারাই উপজেলা নির্বাচনকালে নিরপেক্ষ আচরণ করেননি বা করতে পারেননি। এছাড়াও অনিয়মের তদন্তকালে তারা নিরপেক্ষভাবে সাক্ষ্য প্রদানও করতে পারেননি। দলীয়করণের লাগামহীন বিস্তারের ফলে এ সমস্যা ভবিষ্যতে আরও জটিল আকার ধারণ এবং নির্বাচনকে অনিশ্চিত করতে বাধ্য।
উপরন্তু নির্বাচনকালে কোনোরূপ অন্যায় বা অনিয়ম লক্ষ্য করলে নির্বাচন কমিশন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ প্রদান করতে পারে। কিন্তু এ নির্দেশ পরিপূর্ণভাবে প্রতিপালনের জন্য সরকারের আন্তরিকতা আবশ্যক। আবশ্যক প্রশাসনিক পদক্ষেপ। কর্মকর্তারা নির্দেশ অমান্য করলে বাস্তবে কমিশনের তেমন কিছুই করার থাকে না।
রাজনৈতিক দলের সদাচরণ ছাড়াও সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন সম্ভব নয়। রাজনৈতিক দল ছলে-বলে-কলে-কৌশলে নির্বাচনে জিততে বদ্ধপরিকর হলে এবং সন্ত্রাসী কর্মকাণ্ড ও টাকার খেলায় লিপ্ত হলে পরিপূর্ণভাবে স্বাধীন ও সবচেয়ে শক্তিশালী নির্বাচন কমিশনের পক্ষেও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠান সম্ভব হবে না। বস্তুত রাজনৈতিক দলের অসদাচরণের কারণে সৃষ্ট পরিস্থিতি মোকাবেলা করতেই তত্ত্বাবধায়ক সরকারের সৃষ্টি। এছাড়া সুষ্ঠু ও অর্থবহ নির্বাচনের জন্য প্রয়োজন অন্যান্য প্রতিষ্ঠানেরও সহযোগিতা। উদাহরণস্বরূপ, নবম জাতীয় সংসদ নির্বাচনে ২০ জন প্রার্থীর ক্ষেত্রে উচ্চ আদালত কমিশনের সিদ্ধান্ত পাল্টিয়ে দেয়। দণ্ডপ্রাপ্ত ব্যক্তি, ঋণখেলাপি কিংবা অন্যান্য অযোগ্যতার কারণে কমিশন কর্তৃক মনোনয়নপত্র বাতিল করা হলেও এদের অনেকে আদালতের হস্তক্ষেপের ফলে নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ পান এবং বিজয়ীও হন।
এছাড়াও নির্বাচন কমিশন একটি বিচ্ছিন্ন-বিক্ষিপ্ত দ্বীপে তার কার্যক্রম পরিচালনা করে না। কমিশনের কার্যক্রম পারিপাশর্ি্বকতা ও অন্যান্য প্রতিষ্ঠান দ্বারা প্রভাবিত হয়। তাই অন্য প্রতিষ্ঠানগুলোর যেমন উচ্চ আদালত_ নিরপেক্ষ না হলে এবং স্বাধীনভাবে কাজ করতে না পারলে কমিশনের পক্ষে এককভাবে স্বাধীনতা বজায় রাখা সম্ভব নয়। ফলে একটি সহায়ক প্রাতিষ্ঠানিক কাঠামো গড়ে না উঠলে কমিশনের পক্ষে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন পরিচালনা করা আকাশ কুসুম কল্পনা বই কিছু নয়।
তর্কের খাতিরে আমরা যদি ধরেও নিই যে, একটি স্বাধীন এবং শক্তিশালী কমিশন এককভাবে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন পরিচালনা করতে পারবে, কিন্তু সে নির্বাচনী ফলাফল রাজনৈতিক দলগুলোর কাছে গ্রহণযোগ্য হবে তা কোনোভাবেই নিশ্চিত করে বলা যায় না। আমাদের রাজনৈতিক সংস্কৃতিতে পরাজিত দল সবসময়ই কারচুপির অভিযোগ তুলেছে এবং অনেক ক্ষেত্রে ফলাফল প্রত্যাখ্যানও করেছে। একটি জাতীয় ঐকমত্য ছাড়া তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করলে নির্বাচনী ফলের গ্রহণযোগ্যতা নিয়ে ভবিষ্যতে আরও নতুন জটিলতার সৃষ্টি হতে বাধ্য। অনেকের আশঙ্কা, ঐকমত্য ছাড়া এর বিলুপ্তি ঘটালে এমনকি আগামী নির্বাচন অনিশ্চিত হয়ে পড়বে বা একতরফা নির্বাচন অনুষ্ঠিত হবে, যা আমাদের আরও সংকটের পথে ঠেলে দেবে।
পরিশেষে এ কথা বিনাদ্বিধায় বলা যায়, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা একটি কার্যকর গণতান্ত্রিক পদ্ধতির সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। তাই এর বিলুপ্তি অপরিহার্য। তবে তা করার আগে নির্বাচন কমিশনকে সত্যিকারার্থেই স্বাধীন ও শক্তিশালী করা জরুরি। কিন্তু এ আবশ্যকীয় কাজটিই যথেষ্ট নয়। কারণ রাজনৈতিক দল সদাচরণ না করলে এবং ক্ষমতাসীন সরকার পরিপূর্ণভাবে সহায়তা না করলে সবচেয়ে শক্তিশালী ও স্বাধীন নির্বাচন কমিশনের পক্ষেও সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠান করা সম্ভবপর নয়। বস্তুত প্রশাসনের নিরপেক্ষতা ছাড়া সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অসম্ভব। গত জানুয়ারিতে অনুষ্ঠিত উপজেলা নির্বাচনে আমরা এর আলামত কিছুটা দেখেছি। তাই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলুপ্তির আগে নির্বাচন কমিশনকে ক্ষমতায়িত ও শক্তিশালী করার পাশাপাশি প্রয়োজন রাজনৈতিক দলের ও সংশিল্গষ্ট অন্যান্য প্রতিষ্ঠানের সংস্কার এবং আমলাতন্ত্রকে দলীয় প্রভাবমুক্তকরণ। প্রয়োজন আমাদের রাজনৈতিক সংস্কৃতির আমূল পরিবর্তন। আরও প্রয়োজন রাজনৈতিক দলগুলোর মধ্যে পারস্পরিক সন্দেহ ও অবিশ্বাসের অবসান এবং ঐকমত্য প্রতিষ্ঠা।
‘সুজন’-এর পক্ষ থেকে ২০০৪-এ ঘোষিত সংস্কার প্রস্তাবে আমরা দশম জাতীয় সংসদ নির্বাচনের পর তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি বিলুপ্তকরণের দাবি করেছিলাম। আমরা আশা করি, এ সময়ের মধ্যে নির্বাচনী প্রক্রিয়াকে সুষ্ঠু, নিরপেক্ষ ও অর্থবহ করার লক্ষ্যে যাতে গণতান্ত্রিক ব্যবস্থা কার্যকারিতা অর্জন করে এবং নির্বাচিত প্রতিনিধিদের গুণগত মানে পরিবর্তন আসে যথাযথ সংস্কার উদ্যোগ গ্রহণ করা হবে। তবে সংস্কার ধারণাগুলোকে আরও শানিত করার এবং এ ব্যাপারে একটি জাতীয় ঐকমত্য সৃষ্টির লক্ষ্যে এ মুহূর্তেই দেশব্যাপী একটি তুমুল বিতর্ক শুরু হওয়া আবশ্যক। এ লক্ষ্যে সংশিল্গষ্ট সবাইকে বিশেষত আমাদের চিন্তাশীল নাগরিকদের এগিয়ে আসার আহ্বান জানাই। প্রসঙ্গত অনেকের ধারণা, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিদ্যমান না থাকলে ১১ জানুয়ারি ২০০৭-এ বাংলাদেশে সামরিক আইন জারি হতো, যা কোনোভাবেই কাঙ্ক্ষিত নয়। অনেকে আরও ধারণা করেন, একটি জাতীয় ঐকমত্য ছাড়া তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করলে এ ইস্যুতে নির্বাচন বয়কটের আশঙ্কাও থেকে যায়। ফলে আমাদের পুরো গণতান্ত্রিক ব্যবস্থাই ভবিষ্যতে বড় ধরনের ঝুঁকির সম্মুখীন হবে।
– ড. বদিউল আলম মজুমদার : সম্পাদক
সুজন-সুশাসনের জন্য নাগরিক
তথ্য সূত্র: দৈনিক সমকাল, ৮ অক্টোবর ২০০৯