বাংলাদেশ নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ৫ জানুয়ারি, ২০১৪ দশম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য ৩০০ সংসদীয় আসনে সর্বমোট ১১০৭ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। মনোনয়নপত্র বাতিল ও প্রত্যাহারের পর বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন ১৫৩ জন প্রার্থী। অবশিষ্ট ১৪৭টি আসনে সর্বমোট ৩৯০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। সুজন-এর পক্ষ থেকে সর্বমোট ৫৪০ জন প্রার্থীর ((তিন জন প্রার্থীর হলফনামা নির্বাচন কমিশনের ওয়েবসাইটে পাওয়া যায়নি) হলফনামায় প্রদত্ত তথ্যের ভিত্তিতে তাদের শিক্ষাগত যোগ্যতা, পেশা, মামলা, আয়, সম্পদ, ঋণ ও দায়-দেনা, আয়কর প্রদান ইত্যাদি তথ্যের একটি বিশ্লেষণ দাঁড় করিয়েছি। এ সংকান্ত পূর্ণাঙ্গ প্রতিবেদন (বিশ্লেষণ) দেখতে এখানে ক্লিক করুন
দশম জাতীয় সংসদ নির্বাচনে অশগ্রহণকারী প্রার্থীগণের তথ্যের বিশ্লেষণ (বিস্তারিত প্রতিবেদন)
Related Post

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনঃ মেয়র প্রার্থীদের নিয়ে জনগণের মুখোমুখি অনুষ্ঠাননারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনঃ মেয়র প্রার্থীদের নিয়ে জনগণের মুখোমুখি অনুষ্ঠান
নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে মেয়র পদপ্রার্থীদের নিয়ে সুশাসনের জন্য নাগরিক (সুজন) গত রবিবার (৯ জানুয়ারি) সন্ধ্যায় নগরের দেওভোগে শেখ রাসেল পার্কের মুক্তমঞ্চে “জনগণের মুখোমুখি” অনুষ্ঠানের আয়োজন করে। এতে অংশ নেন বাংলাদেশ
খানসামা উপজেলায় প্রতিদ্বন্দ্বী প্রাথীদের অংশগ্রহণে মুখোমুখি অনুষ্ঠান অনুষ্ঠিতখানসামা উপজেলায় প্রতিদ্বন্দ্বী প্রাথীদের অংশগ্রহণে মুখোমুখি অনুষ্ঠান অনুষ্ঠিত
দিনাজপুর জেলার খানসামা উপজেলায় গত ১৩ ফেব্রুয়ারি উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে উপজেলা নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রাথীদের অংশগ্রহণে মুখোমুখি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সুজন-সুশাসনের জন্য নাগরিক কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা
মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলা চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যান প্রার্থীগণ জনগণের মুখোমুখিমুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলা চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যান প্রার্থীগণ জনগণের মুখোমুখি
গত ২৭ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান প্রার্থীদের নিয়ে ’সুজন’ শ্রীনগর উপজেলা কমিটির আয়োজনে ২৪ ফেব্রুয়ারি ২০১৪ অনুষ্ঠিত হয়েছে ’জনগণের মুখোমুখি’ অনুষ্ঠান।