সুজন- সুশাসনের জন্য নাগরিক Uncategorized,মতবিনিময় সভা নাগরিকদের নিরাপত্তা ও সামপ্রদায়িক সমপ্রীতি রক্ষায় করণীয় শীর্ষক নাগরিক সংলাপ

নাগরিকদের নিরাপত্তা ও সামপ্রদায়িক সমপ্রীতি রক্ষায় করণীয় শীর্ষক নাগরিক সংলাপ

CD-Rangpur-1 সুজন, রংপুর মহানগর কমিটির উদ্যোগে ৬ মার্চ ২০১৪ বিকাল ৩ টায় পাবলিক লাইব্রেরী মিলনায়তনে অনুষ্ঠিত হয় ‌‌‌’নাগরিকদের নিরাপত্তা ও সামপ্রদায়িক সমপ্রীতি রক্ষায় করণীয়’ শীর্ষক নাগরিক সংলাপ। সভায় সভাপতিত্ব করেন সুজন রংপুর মহানগর কমিটির সভাপতি আফতাব হোসেন এবং প্রধান আলোচক ছিলেন সুজন কেন্দ্রীয় সমন্বয়কারী দিলীপ কুমার সরকার। অনুষ্ঠান সঞ্চালনা করেন সুজন আঞ্চলিক সমন্বয়কারী রাজেশ দে।

অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এডভোকেট দীপক কুমার সাহা, সভাপতি, সুজন, রংপুর জেলা কমিটি ও কেন্দ্রীয় নির্বাহী সদস্য; ফখরুল আনাম বেঞ্জু, সিনিয়র সহ সভাপতি, সুজন, রংপুর জেলা কমিটি; আকবর হোসেন, সম্পাদক, সুজন, রংপুর জেলা কমিটি; আবদুল কাদের জিলানী, ভারপ্রাপ্ত কর্মকর্তা, বাংলাদেশ পুলিশ, কোতয়ালী থানা, রংপুর; গোলাম মোহাম্মদ সাজ্জাদ হোসেন স্বাধীন, সম্পাদক, সুজন, রংপুর মহানগর কমিটি।

আলোচক হিসেবে অংশ নেন বনমালী পাল, সহ সভাপতি, সুজন, রংপুর জেলা কমিটি; মো. বেলাল হোসেন, ক্যামেরা পার্সন, মোহনা টেলিভিশন; আতাউজ্জামান লাঞ্চু; নূর আহমেদ টুলু; মুক্তিযোদ্ধা মাহবুবুর রহমান; এডভোকেট রতীশ চন্দ্র ভৌমিক; এডভোকেট প্রশান্ত কুমার রায়; মানবাধিকার সংগঠক এডভোকেট মুনীর আহমেদ, হিজরা সমপ্রদায়ের নেতা নাদিরা বেগম; সুধীর কুমার রায়; সফুরা বেগম; মনোয়ার হোসেন।

সুজন সমন্বয়কারী বলেন, নির্বাচনের পূর্ব থেকেই দুর্বৃত্তরা দেশের নানা জায়গায় সংখ্যালঘু বিশেষ করে হিন্দু সমপ্রদায়ের ওপর নারকীয় তান্ডব চালিয়েছে। হামলাকারীরা সংখ্যালঘু সমপ্রদায়ভূক্ত মানুষের ওপর শারীরিক হামলা চালিয়েয়েছে, মন্দির পুড়িয়ে দিয়েছে, প্রতীমা ভাংচুর করেছে, বাড়িতে আগুন দিয়েছে, মেয়েদের ধর্ষণ করেছে, বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান লুটপাট করেছে, ক্ষেতের ফসল নষ্ট করেছে; অর্থাৎ তারা সব ধরনের অপকর্মই করেছে। ঘটনার আকষ্মিকতায় আতঙ্কিত হয়ে মৃত্যুর ঘটনাও ঘটেছে। আমাদের দূর্ভাগ্য যে, এই সহিংসতা এখনও চলছে অব্যাহতভাবেই। তিনি এর অবসানে উপায় খুঁজে বের করার আহ্বান জানান উপসি’ত সকলকে।

আলোচনায় বক্তাগণ ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘুদের ওপর হামলা বন্ধে সরকারকেই মূল দায়িত্ব নেয়ার আহ্বান জানান। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অনাকাঙ্ক্ষিত এসকল ঘটনা প্রতিরোধে এগিয়ে এসে আইনি দায়িত্ব পালন করতে হবে বলে বক্তারা উল্লেখ করেন। অংশগ্রহণকারীদের মাঝে এ উপলব্ধি আরো জোরালো হয় যে, ক্ষমতাসীন রাজনৈতিক দল ও প্রগতিশীল রাজনৈতিক ও সামাজিক শক্তিসহ শুভবুদ্ধিসম্পন্ন সচেতন সকল নাগরিকদের দাঁড়াতে হবে আক্রান-দের পাশে এবং এই ধরনের ঘটনা প্রতিরোধে সংঘবদ্ধ হয়ে এগিয়ে আসতে হবে।

বক্তাগণ বলেন, রাজনৈতিক দলগুলোকে আন্দোলনের নামে সহিংসতা পরিহার করতে হবে এবং সংখ্যালঘুদের ওপর হামলা প্রতিরোধে এগিয়ে আসতে হবে। সরকারি দলকে রাজনৈতিক সংকটের স্থায়ী সমাধানের লক্ষ্যে সমঝোতার মনোভাব নিয়ে এগিয়ে এসে রাজনৈতিক অসি’রতা বন্ধ করতে হবে। পাশাপাশি বর্জন করতে হবে ধর্মান্ধ রাজনৈতিক গোষ্ঠীর সাথে আপোষ বা অশুভ মৈত্রী গড়ে তোলার চিন্তা।

বক্তাগণ বলেন, ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘুরা এদেশে কারো অনুগ্রহে বসবাস করে না, এটা তাঁদের জন্মগত ও সাংবিধানিক অধিকার। মহান মুক্তিযুদ্ধ ও বৃটিশবিরোধী আন্দোলনসহ এই জনপদের প্রতিটি লড়াই-সংগ্রাম এবং জাতিগত প্রতিটি গৌরবোজ্জ্বল অর্জনে তাঁদেরও অবদান রয়েছে। এই বিষয়গুলো স্মরণ রেখে, আমরা সকলেই যদি স্ব স্ব অবস্থানে থেকে রাষ্ট্র প্রদত্ত, পেশাগত ও নাগরিক দায়-দায়িত্ব, অঙ্গীকার ও দায়বদ্ধতার কথা মনে রেখে সঠিক ভূমিকায় অবতীর্ণ হই, তবে সামপ্রদায়িক সহিংসতার মত অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো আমরা সহজেই প্রতিরোধ করতে পারবো।

Related Post

চিকিৎসাও একটি সেবাচিকিৎসাও একটি সেবা

বদিউল আলম মজুমদার বস্তুত যুক্তরাষ্ট্রে শিক্ষা ও স্বাস্থ্যসেবার আকাশচুম্বী খরচের কারণে সমাজের উচ্চবিত্ত ও নিম্নবিত্তের মধ্যকার দূরত্ব ক্রমাগতভাবে প্রকট হচ্ছে। তবে নিম্নবিত্তের কোনো মেধাবী সন্তান যদি ব্যয়বহুল নামকরা বিশ্ববিদ্যালয়ে ভর্তি

দশম জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত প্রার্থীদের তালিকাদশম জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত প্রার্থীদের তালিকা

গত ৮ জানুয়ারি দশম সংসদ নির্বাচনে বিজয়ী ২৯২ জনের মধ্যে ২৯০ জন প্রার্থীর গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। যশোর-১ ও ২ আসনের জয়ী প্রার্থীর বিরুদ্ধে আচরণ ভঙ্গের অভিযোগ তদন্তাধীন

'বিরাজমান রাজনৈতিক পরিস্থিতিতে সুজনের আহ্বান’ শীর্ষক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত'বিরাজমান রাজনৈতিক পরিস্থিতিতে সুজনের আহ্বান’ শীর্ষক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

প্রধান দু’টি দলের মধ্যে জরুরি ভিত্তিতে সংলাপ ও সমঝোতার আহ্বান জানিয়ে আজ সকাল ১১টায়, জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে সুজন-সুশাসনের জন্য নাগরিক আয়োজিত ‘বিরাজমান রাজনৈতিক পরিস্থিতিতে সুজনের আহ্বান’ শীর্ষক এক সংবাদ