সুজন- সুশাসনের জন্য নাগরিক Uncategorized,সংবাদপত্রে সুজন “নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীদের তথ্য উপস্থাপন এবং অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের আহ্বানে” শীর্ষক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

“নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীদের তথ্য উপস্থাপন এবং অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের আহ্বানে” শীর্ষক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

গত ১১ ডিসেম্বর ২০১৬ সকাল ১১.৩০টায়, নারায়ণগঞ্জ প্রেস ক্লাবে সুজন নারায়ণগঞ্জ জেলা কমিটি আয়োজিত ‘নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিকারী প্রার্থীদের তথ্য উপস্থাপন এবং অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের আহ্বান’ শীর্ষক এক সংবাদ সম্মেলনে অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে নারায়ণগঞ্জ জেলা কমিটির সভাপতি জনাব আব্দুর রহমান, সাধারণ সম্পাদক ধীমান সাহা জুয়েল, সুজন কেন্দ্রীয় সমন্বয়কারী জনাব দিলীপ কুমার সরকারসহ ‘সুজন’-এর নারায়ণগঞ্জ জেলা নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। লিখিত বক্তব্য উপস্থাপন করেন সুজন-এর কেন্দ্রীয় সমন্বয়কারী জনাব দিলীপ কুমার সরকার।

মূল প্রবন্ধটি পড়তে ক্লিক করুন

Related Post

সরকারের জেগে ওঠার ঘণ্টাধ্বনিসরকারের জেগে ওঠার ঘণ্টাধ্বনি

বদিউল আলম মজুমদার | তারিখ: ২২-০১-২০১১ সারা দেশে মোট ২৪২টি পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হয়ে গেল। যদিও অনিয়ম ও গোলযোগের কারণে ছয়টিতে নির্বাচনী ফলাফল আংশিক বা পুরোপুরিভাবে স্থগিত করা হয়েছে। যে

ডিসিসি নিয়ে সরকারের পরিকল্পনাডিসিসি নিয়ে সরকারের পরিকল্পনা

বদিউল আলম মজুমদার ঢাকা সিটি করপোরেশনকে বিভক্ত করার আগে স্থানীয় সরকারের নির্বাচিত প্রতিনিধিসহ অন্যান্য স্বার্থসংশিল্গষ্ট ব্যক্তি ও ব্যক্তি সমষ্টির সঙ্গে আলাপ-আলোচনা করা আবশ্যক। কারণ সিদ্ধান্তটি হওয়া উচিত সুচিন্তিত ও বুদ্ধিভিত্তিক।