সুজন- সুশাসনের জন্য নাগরিক মানববন্ধন পার্লামেন্টে গৃহিত নিন্দা প্রস্তাব প্রত্যাহার করে পাকিস্তানকে বাংলাদেশের কাছে ক্ষমা চাওয়ার আহ্বান

পার্লামেন্টে গৃহিত নিন্দা প্রস্তাব প্রত্যাহার করে পাকিস্তানকে বাংলাদেশের কাছে ক্ষমা চাওয়ার আহ্বান

Human chain_ Shujan (24-12-2013)

কুখ্যাত যুদ্ধাপরাধী কাদের মোল্লার মৃত্যুদণ্ড কার্যকর করার প্রতিবাদে পাকিস্তান পার্লামেন্টে গৃহিত নিন্দা প্রস্তাব প্রত্যাহার করে বাংলাদেশের কাছে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছেন সুজন নেতৃবৃন্দ। আজ বিকাল (২৪ ডিসেম্বর ২০১৩) ৩.০০টায় ‘সুজন-সুশাসনের জন্য নাগরিক’ ঢাকা মহানগর কমিটির উদ্যোগে জাতীয় জাদুঘরের সামনে আয়োজিত এক মানববন্ধন তাঁরা এ আহ্বান জানান। একই সঙ্গে ১৯৭১-এর ঘৃণ্য অপরাধের জন্যও স্বাধীন বাংলাদেশের কাছে ক্ষমা চাওয়ার আহ্বান জানান সুজন নেতৃবৃন্দ।   মানববন্ধনে অংশ নেন সুজন সম্পাদক ড. বদিউল আলম মজুমদার, সুজন নির্বাহী সদস্য মোহাম্মদ জাহাঙ্গীর, সুজন কেন্দ্রীয় সমন্বয়কারী দিলীপ কুমার সরকার, সুজন ঢাকা জেলা কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার মুজবাহ আলীম, সুজন ঢাকা জেলা কমিটির সহ-সভাপতি আকবর হোসেন, সুজন ঢাকা জেলা কমিটির সদস্য আবুল হাসনাত, সুজন ঢাকা জেলা কমিটির আইন বিষয়ক সম্পাদক মোহাম্মদ আলী, সুজন ঢাকা মহানগর কমিটির সদস্য সেলিনা মুনির, ঢাকা মহানগর কমিটির সদস্য মোহাম্মদ সেলিম,    রাকসু-এর সাবেক ভিপি রাজিব হাসান মুন্না, যুব মৈত্রীর সাবেক সভাপতি সাদাঘাত হোসেন বাবুল, সাবেক ছাত্রনেতা মানবেন্দ্র দেব ও সুজন-এর সংগঠক ক্যামেলিয়া চৌধুরী প্রমুখ।  মানবন্ধনে ড. বদিউল আলম মজুমদার বলেন, ‘মানবতাবিরোধী অপরাধের দায়ে ফাঁসিতে ঝুলিয়ে কুখ্যাত যুদ্ধাপরাধী কাদের মোল্লার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। সুষ্ঠু বিচার প্রক্রিয়ার মাধ্যমে এই দণ্ড কার্যকর করা হলেও এর প্রতিবাদে গত ১৬ ডিসেম্বর পাকিস্তানের পার্লামেন্টে একটি নিন্দা প্রস্তাব গ্রহণ করা হয়। এতে আমরা স্বাধীন বাংলাদেশের নাগরিকরা ক্ষুব্ধ। একটি স্বাধীন দেশের বিচারিক কার্যক্রমের সমালোচনা তথা অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপকে আমরা চরম ধৃষ্টতাপূর্ণ বলে মনে করি।   সুজন সম্পাদক বলেন, ‘আজ সময় এসেছে ১৯৫ জন পাকিস্তানী যুদ্ধাপরাধীর বিচার করার। এজন্য সরকারকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। বিশেষ করে এ বিচারের কাজ শুরু করতে পাকিস্তান সরকারকে চাপ প্রয়োগে বিশ্ব নেতৃবৃন্দকে ভূমিকা পালন করতে হবে।’ এ সময় তিনি সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার উদ্দেশ্যে দেশের সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিতেরও আহ্বান জানান।  মানববন্ধনে উপস্থিত অন্যান্য বক্তারা কাদের মোল্লার মৃত্যুদণ্ড কার্যকর করার প্রতিবাদে পাকিস্তান পার্লামেন্ট নিন্দা প্রস্তাব গ্রহণ করায় তীব্র ঘৃণা প্রকাশ করেন। তারা এ সময় যুদ্ধাপরাধের দায়ে জামায়াতে ইসলামীকে নিষিদ্ধ করা, মানবতাবিরোধী তথা যুদ্ধাপরাধীদের বিচার প্রক্রিয়া ত্বরান্বিত করে দণ্ডপ্রাপ্ত যুদ্ধাপরাধীদের সাজা কার্যকর করার আহ্বান জানান।

প্রতিবেদক: সানজিদা হক বিপাশা

তাং: ২৪-১২-২০১৩

Related Post

নারীর প্রতি সহিংসতার প্রতিবাদে সারা দেশব্যাপী সুজনের মানববন্ধননারীর প্রতি সহিংসতার প্রতিবাদে সারা দেশব্যাপী সুজনের মানববন্ধন

ক্রমবর্ধমান নারী নির্যাতনের প্রতিবাদে ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে একযোগে ঢাকাসহ দেশের সকল জেলা ও উপজেলায় আজ ১০ অক্টোবর ২০২০, সকাল ১১টা-দুপুর ১২টা পর্যন্ত, সকলধরনের স্বাস্থ্যবিধি মেনে মানববন্ধন পালন করা

জঙ্গিবাদ প্রতিরোধ ও শান্তি-সম্প্রীতি প্রতিষ্ঠায় অসাম্প্রদায়িক ও গণতান্ত্রিক শক্তির জাতীয় ঐক্যের আহ্বানজঙ্গিবাদ প্রতিরোধ ও শান্তি-সম্প্রীতি প্রতিষ্ঠায় অসাম্প্রদায়িক ও গণতান্ত্রিক শক্তির জাতীয় ঐক্যের আহ্বান

জঙ্গিবাদ প্রতিরোধ ও শান্তি-সম্প্রীতি প্রতিষ্ঠায় অসাম্প্রদায়িক ও গণতান্ত্রিক শক্তির জাতীয় ঐক্যের আহ্বানে নাগরিক সংগঠন সুজন-সুশাসনের জন্য নাগরিক-এর উদ্যোগে আজ এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ সকাল ১০.৩০টা থেকে ১১.৩০টা পর্যন্ত রাজধানীর

সুজন-এর উদ্যোগে মিয়ানমারে রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর গণহত্যা ও নির্যাতন বন্ধের দাবিতে মানববন্ধন আয়োজনসুজন-এর উদ্যোগে মিয়ানমারে রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর গণহত্যা ও নির্যাতন বন্ধের দাবিতে মানববন্ধন আয়োজন

মিয়ানমারে রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর গণহত্যা ও নির্যাতন চলছে। দেশটির রাখাইন রাজ্যে দীর্ঘদিন থেকে নিপীড়িত রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর নতুন করে গত ২৫ আগস্ট থেকে শুরু হয়েছে এই নির্মম নির্যাতন ও গণহত্যা।