সুজন- সুশাসনের জন্য নাগরিক সংবাদ সম্মেলন ‘বিরাজমান সংকট নিরসনে সুজনের আহ্বান’ শীর্ষক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

‘বিরাজমান সংকট নিরসনে সুজনের আহ্বান’ শীর্ষক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

press conference 7.12.13বিরাজমান সংকট নিরসনে সাবেক স্বৈরশাসক এইচ এম এরশাদকে নিয়ে অনৈতিক খেলা থেকে বিরত থেকে দুই নেত্রীর মধ্যে সংলাপ ও সমঝোতা হওয়া প্রয়োজন বলে মন-ব্য করেছেন সুজন নেতৃবৃন্দ। আজ সকাল ১১টায়, ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ‘সুজন-সুশাসনের জন্য নাগরিক’ আয়োজিত ‘বিরাজমান সংকট নিরসনে সুজনের আহ্বান’ শীর্ষক এক সংবাদ সম্মেলনে সুজন নেতৃবৃন্দ এ মন-ব্য করেন। সংবাদ সম্মেলনে মূল বক্তব্য উপস’াপন করেন সুজন সম্পাদক ড. বদিউল আলম মজমুদার। এছাড়াও অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সুজন নির্বাহী সদস্য ড. হামিদা হোসেন, সুজন জাতীয় কমিটির সদস্য ড. শাহদীন মালিক, সৈয়দা রিজওয়ানা হাসান ও মোহাম্মদ জাহাঙ্গীর এবং সুজন কেন্দ্রীয় কমিটির কোষাধ্যক্ষ জনাব আব্দুল হক প্রমুখ।

ড. বদিউল আলম মজুমদার তাঁর বক্তব্যে বলেন, ‘বাংলাদেশ আজ সত্যিকারার্থেই এক চরম সঙ্কটের মুখোমুখি। গত অক্টোবর ২৫ তারিখ থেকে ৭০-এর অধিক মানুষ নিহত, হাজার হাজার আহত, ব্যাপক জানমালের ক্ষয়ক্ষতি; চারদিকে যেন মানুষ হত্যা ও মানবাধকিার লঙ্ঘনের উৎসব চলছে। অর্থনীতি চরম চাপের মুখে, অবরোধে হাজার হাজার কোটি টাকার ব্যবসায়িক ক্ষয়ক্ষতি, বিরাট পরিমাণ অর্থ বিদেশে পাচার হচ্ছে।’ এ অবস’ায় বিরাজমান সংকট সম্পর্কে দুটি ‘সিনারিও’ বা দৃশ্যপটের উল্লেখ করে তিনি বলেন, ‘প্রথমটি হলো – একতরফা একদলীয় নির্বাচনের দিকে অগ্রসর হওয়া; দ্বিতীয় দৃশ্যপট হতে পারে: স্বল্পমেয়াদি – আওয়ামী লীগ ও বিএনপি উভয় পক্ষের ছাড় দেওয়ার মাধ্যমে সুষ্ঠু, নিরপেক্ষ ও সবার অংশগ্রহণে নির্বাচন অনুষ্ঠান; দীর্ঘমেয়াদি – সমস্যার স’ায়ী ও টেকসই সমাধান দীর্ঘমেয়াদি সমাধানের জন্য প্রয়োজন বৃহত্তর পরিসরে সংলাপ ও জাতীয় ঐকমত্য সৃষ্টি; একটি ‘জাতীয় সনদ’ প্রণয়ন ও  স্বাক্ষর। মোটাদাগে তিনটি ক্ষেত্রে ঐকমত্য: নির্বাচনকালীন সরকার; সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য করণীয়; নির্বাচন পরবর্তী নতুন সরকারের জন্য করণীয়।’
তিনি সুজনের পক্ষ থেকে সরকার/সরকারি দলের কাছে কিছু সুনির্দিষ্ট বিষয়ে আহ্বান জানান। আহ্বানে তিনি বলেন, ‘একদলীয়/একতরফা নির্বাচন থেকে বিরত থাকুন; বিরোধী দলকে শানি-পূর্ণ কর্মসূচি পালন করতে দিন, দমন-পীড়নের অবসান ঘটান এবং গ্রেফতার করা বিরোধী দলের শীর্ষ নেতাদের মুক্তি দিন; রাজপথে সরকারি দলের পক্ষ থেকে বিরোধী দলকে প্রতিরোধের প্রচেষ্টা ও সহিংসতা থেকে বিরত থাকুন; যানবাহনে অগ্নিসংযোগকারী ও নাশকতায় জড়িতদেরকে চিহ্নিত করে আইনের আওতায় আনুন; সেনাবাহিনীকে একতরফা/একদলীয় নির্বাচনে জড়িত ও বিতর্কিত করা থেকে বিরত থাকুন; জাতীয় সনদ প্রণয়ন ও স্বাক্ষরের লক্ষ্যে বৃহত্তর পরিসরে সংলাপের আয়োজন করুন।’
বিরোধী দলের কাছে আহ্বান রেখে তিনি বলেন, ‘হরতাল-অবরোধ ও সহিংসতা থেকে দূরে থাকুন; খোলা মনে সংলাপে বসুন এবং সঙ্কট উত্তরণে ঐকমত্যে পৌঁঁছান।’
উভয় দলের কাছে আহ্বান রেখে সুজন সম্পাদক বলেন, ‘এরশাদের সঙ্গে অনৈতিক খেলা থেকে বিরত থাকুন এবং এরশাদের পরিবর্তে একে অপরের সাথে আলাপ-আলোচনা করুন ও সমঝোতায় পৌঁছান।’
নির্বাচন কমিশনের কাছে আহ্বান রেখে তিনি বলেন, ‘এক দলীয় নির্বাচনের তফসিল বাতিল করুন এবং সমঝোতার ভিত্তিতে নতুন তফসিল ঘোষণা করুন এবং বিতর্কিত ভূমিকা থেকে বিরত থাকুন।’
ড. বদিউল আলম মজুমদার আরও বলেন, ‘জাতি হিসেবে আজ আমরা এক বহু কথিত ‘খাদপ্রানে-’। আরও সুনির্দিষ্টভাবে বলতে গেলে, আমাদের গণতান্ত্রিক ব্যবস’া আবারও ভেঙে পড়তে পারে। অগণতান্ত্রিক শক্তি আরেকবার মাথাচাড়া দিয়ে উঠতে পারে। তাই বর্তমান পরিসি’তি সামাল দিতে আজ আমাদের রাজনীতিবিদদেরকে, বিশেষত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিরোধী দলীয় নেত্রী খালেদা জিয়ার প্রজ্ঞা, দায়িত্বশীলতা ও সাহসিকতার পরিচয় দিতে হবে।’
ড. হামিদা হোসেন দুই নেত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলেন, ‘এই মারামারি-হানাহানি বন্ধ করুন। আপনারা আমাদের মত সাধারণ জনগণের অধিকার রক্ষায় সোচ্চার নন অথচ নিজেদের স্বার্থ রক্ষায় ব্যতিব্যস-।’

ড. শাহদীন মালিক বলেন, ‘৩৫ বছর ধরে আমাদের দুই নেত্রী রাজনীতি করছেন। আপনারা একটু ভেবে দেখুন ইতিহাস আপনাদের কিভাবে বিচার করবে? আপনাদের জন্য সমাজ একবার ভেঙে যেতে বসেছিলো – ইতিহাস এভাবে লেখা হবে কিনা?’ তিনি বলেন, ‘নিরীহ, নিরাপরাধ মানুষকে পুড়িয়ে মারা হয়ে গিয়েছে আমাদের রাজনীতি। জনগণ এ থেকে পরিত্রাণ চায়। আসন্ন নির্বাচনে ইতোমধ্যে ৩৩ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। নির্বাচন নিয়ে এই খেলার প্রয়োজন নেই। এ নির্বাচন কারও কাছে গ্রহণযোগ্য হবে না।’ তিনি আরও বলেন, ‘নানাভাবে দেশে জরুরি অবস্থার কথা আসছে। কিন’ আমি বলবো, আমাদের অধিকার নিয়ে ছিনিমিনি খেলার অধিকার আমরা কাউকে দিইনি, এটি কোনভাবেই গ্রহণযোগ্য নয়।’

জনাব আব্দুল হক বলেন, ‘বিনিয়োগকারীরা বাংলাদেশ থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে। বড় বড় অর্ডার বাতিল হয়ে যাচ্ছে। মধ্য আয়ের দেশে উন্নীত হবার যে স্বপ্ন আমরা দেখেছিলাম সে সুযোগ আমরা হারাতে বসেছি। এর কারণ হলো – রাষ্ট্র বিনিয়োগকারীদের নিরাপত্তা দিতে পারছে না।’

জনাব মোহাম্মদ জাহাঙ্গীর বলেন, দুই নেত্রীর নাটকীয় সংলাপের পর সরকারের পক্ষ থেকে আর কোনো উদ্যোগ নিতে দেখা যায়নি। দুই দলের মহাসচিব পর্যায়ে বৈঠক হলেও তা তারা অস্বীকার করেছেন। দু দলই বলছেন, আলোচনার দ্বার খোলা, কিন’ কেউ কাউকে আমন্ত্রণ জানাচ্ছে না। বিরোধীদলীয় নেত্রীও কোন উদ্যোগ নিচ্ছেন না। নাগরিক হিসেবে আমাদের আহ্বান আপনারা সংলাপে বসুন। আমরা এ সংকট থেকে পরিত্রাণ চাই।’

Related Post

‘চতুর্থ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থী ও নির্বাচিতদের তথ্য’ শীর্ষক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত‘চতুর্থ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থী ও নির্বাচিতদের তথ্য’ শীর্ষক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

চতুর্থ উপজেলা নির্বাচনে নির্বাচন কমিশনের সার্বিক কর্মকাণ্ডে হতাশা প্রকাশ করে দক্ষ, যোগ্য, নিরপেক্ষ ও ব্যক্তিত্বের অধিকারী ব্যক্তিদের সমন্বয়ে নির্বাচন কমিশন পুনর্গঠনের দাবি জানিয়েছেন সুজন নেতৃবৃন্দ। গত ২৯ মে, ২০১৪ সকাল

ইউনিয়ন পরিষদ নির্বাচন: দৃশ্যপট ও শিক্ষণীয় শীর্ষক সংবাদ সম্মেলন অনুষ্ঠিতইউনিয়ন পরিষদ নির্বাচন: দৃশ্যপট ও শিক্ষণীয় শীর্ষক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

‘প্রথম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে সহিংসতা রোধে নির্বাচন কমিশন ব্যর্থ হয়েছে। এমনকি গণমাধ্যমে মনোনয়নপত্র জমাদান-সহ বিভিন্ন বিষয়ে ব্যাপক অনিয়মের সংবাদ প্রকাশিত হলেও কমিশন যথাযথ পদক্ষেপ নেয়নি’ বলে মন্তব্য করেছেন সুজন-সুশাসনের

সুজন-এর উদ্যোগে ‘ইউনিয়ন পরিষদ নির্বাচন ২০১৬: একটি সার্বিক মূল্যায়ন’ শীর্ষক সংবাদ সম্মেলন অনুষ্ঠিতসুজন-এর উদ্যোগে ‘ইউনিয়ন পরিষদ নির্বাচন ২০১৬: একটি সার্বিক মূল্যায়ন’ শীর্ষক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

‘ব্যাপক সহিংসতাসহ বিভিন্ন ধরনের নির্বাচনী অনিয়মের কারণে বাংলাদেশের ইতিহাসে চলমান ইউনিয়ন পরিষদ নির্বাচন সবচেয়ে মন্দ ইউনিয়ন পরিষদ নির্বাচন’ বলে মন্তব্য করেছেন সুজনÑসুশাসনের জন্য নাগরিক-এর নেতৃবৃন্দ। গত ১৬ জুন ২০১৬ সকাল