সুজন- সুশাসনের জন্য নাগরিক Uncategorized,উপজেলা নির্বাচন মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলা চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যান প্রার্থীগণ জনগণের মুখোমুখি

মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলা চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যান প্রার্থীগণ জনগণের মুখোমুখি

Photo_f2f_Sree nagarগত ২৭ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান প্রার্থীদের নিয়ে ’সুজন’ শ্রীনগর উপজেলা কমিটির আয়োজনে ২৪ ফেব্রুয়ারি ২০১৪ অনুষ্ঠিত হয়েছে ’জনগণের মুখোমুখি’ অনুষ্ঠান। শ্রীনগর উপজেলা মুক্তিযোদ্ধা কার্যালয়ের সামনে অনুষ্ঠিত এ  অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ‘সুজন’ শ্রীনগর উপজেলা কমিটির সহ-সভাপতি জনাব ইকবাল হোসেন। অনুষ্ঠানে চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে জনাব ইফরান উদ্দিন শিকদার উপসি’ত ছিলেন। ভাইস চেয়ারম্যানদের মধ্যে শেখ মো: আলমগীর, মাওলানা শাহাদাৎ হোসাইন, মো: সেলিম হোসেন খান, আওলাদ হোসেন, আবুল হোসেন, জাহানারা বেগম প্রমূখ উপসি’ত ছিলেন। অন্যান্যদের মধ্যে ‘সুজন’ মুন্সীগঞ্জ জেলা কমিটির সভাপতি ডা: মো: জাহাঙ্গীর আলম, ‘সুজন’ কেন্দ্রীয় কমিটির সমন্বয়কারী দিলীপ কুমার সরকার, ‘সুজন’ মুন্সীগঞ্জ জেলা কমিটির যুগ্ম সম্পাদক ডা: মাসুম খান ডালু,ভাগ্যকুল ইউনিয়নের সভাপতি গাজী কওছার, পাটাভোগ ইউনিয়নের সভাপতি রেজাউল করিম, তন-র ইউনিয়নের সভাপতি ডা: দেলোয়ার হোসেন, শ্যামসিদ্ধি ইউনিয়নের সভাপতি ফরিদা ইয়াছমিন, ষোলঘর ইউনিয়নের সভাপতি খায়রুল ইসলাম রেহানা আক্তার প্রমূখ উপসি’ত ছিলেন।

শ্রীনগর উপজেলা পরিষদকে দুর্নীতিমুক্ত করার অঙ্গীকার ব্যক্ত করেন প্রার্থীগণ। পরিষদকে কার্যকর, জনকল্যাণমুখী প্রতিষ্ঠানে পরিণত করা তথা উন্নয়নের মডেল হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন প্রার্থীগণ। এলাকাকে মাদকমুক্ত করা, বেকার সমস্যার সমাধান করা, রাস-াঘাটের উন্নয়ন করা, শিশুদের চিত্ত বিনোদনের ব্যবস’া করা, প্রাকৃতিক সম্পদ ও স’ানীয় সম্পদের যথাযথ ব্যবহারের মাধ্যমে উপজেলাকে একটি মডেল উপজেলা হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি ব্যক্ত করেন তারা।

চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান প্রার্থীদের পাশাপাশি উপসি’ত ভোটারগণও ভোট প্রদাণকে পবিত্র দায়িত্ব মনে করে সৎ, যোগ্য ও জনকল্যাণে নিবেদিত প্রার্থীর স্বপক্ষে ভোটাধিকার প্রয়োগের অঙ্গীকার করেন। সেই সাথে দুর্নীতিবাজ, সন্ত্রাসী, চাঁদাবাজ, মিথ্যাচারী, যুদ্ধাপরাধী, নারী নির্যাতনকারী, মাদক ব্যবসায়ী, চোরাকারবারী, সাজাপ্রাপ্ত আসামী, ঋণ খেলাপী, বিল খেলাপী, ধর্ম ব্যবসায়ী, ভূমি দস্যু, কালো টাকার মালিক অর্থাৎ কোনো অসৎ ও অযোগ্য ব্যক্তিকে ভোট না দেওয়ার জন্য উপসি’ত নাগরিকগণ হাত তুলে শপথ করেন। বিকেল ৫ টায় সভাপতি ইকবাল হোসেনের বক্তব্যের মধ্য দিয়ে ’জনগণের মুখোমুখি’ অনুষ্ঠানের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে।

Related Post

ইসি অসত্য ও অর্ধ-সত্য তথ্য প্রকাশের মাধ্যমে বিভ্রান্তি – সৃষ্টি করেছেইসি অসত্য ও অর্ধ-সত্য তথ্য প্রকাশের মাধ্যমে বিভ্রান্তি – সৃষ্টি করেছে

সংবাদ বিজ্ঞপ্তি গত ২৮ জুলাই নির্বাচন কমিশন কর্তৃক প্রকাশিত একটি ‘সংবাদ বিজ্ঞপ্তি’র প্রতি আমাদের দৃষ্টি আকর্ষিত হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে: “সমপ্রতি সুজন নামের একটি সংস্থার পক্ষ থেকে এক সংবাদ সম্মেলনে

ঢাকা উত্তর ও ঢাকা দক্ষিণের প্রার্থীদের তথ্যের বিশ্লেষণ (সংবাদ সম্মেলনে উপস্থাপিত মূল প্রবন্ধ)ঢাকা উত্তর ও ঢাকা দক্ষিণের প্রার্থীদের তথ্যের বিশ্লেষণ (সংবাদ সম্মেলনে উপস্থাপিত মূল প্রবন্ধ)

বাংলাদেশ নির্বাচন কমিশন কর্তৃক ঘোষিত তফসিল আনুযায়ী আগামী ২৮ এপ্রিল ২০১৫ তারিখে ঢাকা উত্তর, দক্ষিণ ও চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থী কর্তৃক হলফনামায় দাখিলকৃত

রাজনৈতিক সংকটের টেকসই সমাধানের লক্ষ্যে জাতীয় সনদরাজনৈতিক সংকটের টেকসই সমাধানের লক্ষ্যে জাতীয় সনদ

বিরাজমান রাজনৈতিক সংকটের স্থায়ী সমাধানের লক্ষ্যে সুজন-সুশাসনের জন্য নাগরিক একটি জাতীয় সনদ প্রণয়ন করে। গত ২৭ ডিসেম্বর ২০১৪ তারিখে সুজন-এর পঞ্চম জাতীয় সম্মেলনে জাতীয় সনদটি অনুমোদিত হয়। সুজন মনে করে