সুজন- সুশাসনের জন্য নাগরিক সিটি কর্পোরেশন নির্বাচন সুজন-এর ঊদ্যোগে অনুষ্ঠিত হচ্ছে জনগণের মুখোমুখি অনুষ্ঠান

সুজন-এর ঊদ্যোগে অনুষ্ঠিত হচ্ছে জনগণের মুখোমুখি অনুষ্ঠান


২০০২ সালে ‘সিটিজেন্স ফর ফেয়ার ইলেকশন্স’ নাম নিয়ে আত্মপ্রকাশের পর নির্বাচনকেন্দ্রিক কর্মকাণ্ডের মধ্য দিয়ে যাত্রা শুরু হয়েছিল আজকের ‘সুজন’-এর। ইউনিয়ন পরিষদ নির্বাচন দিয়ে শুরু করলেও পরবর্তীতে অনুষ্ঠিত প্রতিটি নির্বাচনে, অর্থাৎ পৌরসভা, সিটি করপোরেশন, উপজেলা পরিষদ, জেলা পরিষদ এমনকি জাতীয় সংসদ নির্বাচনেও ‘সুজন’ ব্যাপক কার্যক্রম পরিচালনা করে থাকে। এই কার্যক্রমের মূল লক্ষ্য অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠান এবং স্বচ্ছ নির্বাচন প্রক্রিয়ার মধ্য দিয়ে সৎ, যোগ্য ও জনকল্যাণে নিবেদিত প্রার্থীদের সপক্ষে আওয়াজ তোলা। পাশাপাশি পুরো নির্বাচন প্রক্রিয়াই পর্যবেক্ষণ করে থাকে ‘সুজন’।
একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষেও সুজন গ্রহণ করেছে বিভিন্ন কার্যক্রম। এর মধ্যে অন্যতম হলো সংসদ সদস্য পদপ্রার্থীদের নিয়ে জনগণের মুখোমুখি অনুষ্ঠান আয়োজন করা। অনুষ্ঠানগুলোতে উপস্থিত হয়ে সম্মানিত সংসদ সদস্য পদপ্রার্থীগণ তাঁদের প্রত্যাশার কথা তুলে ধরেন এবং ভোটারদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।
একাদশ সংসদ নির্বাচন উপলক্ষে সুজন গৃহীত ‘জনগণের মুখোমুখি অনুষ্ঠান’ আয়োজনের কর্মসূচি/শিডিউল দেখতে এখানে ক্লিক করুন

Related Post

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদপ্রার্থীদের নিয়ে জনগণের মুখোমুখি অনুষ্ঠানঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদপ্রার্থীদের নিয়ে জনগণের মুখোমুখি অনুষ্ঠান

নির্বাচনী আচরণবিধি মেনে চলা, নির্বাচিত হলে সিটি করপোরেশকে দুর্নীতিমুক্ত, কার্যকর ও জনকল্যাণমূলক প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র প্রার্থীগণ। এছাড়া ঢাকাকে একটি আধুনিক বাসযোগ্য

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচন-২০১১নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচন-২০১১

সুজন পরিচালিত কার্যক্রমসমূহের সংক্ষিপ্ত প্রতিবেদন সুজন-সুশাসনের জন্য নাগরিক দেশের গণতন্ত্র, উন্নয়ন ও সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে গঠিত একটি নির্দলীয় নাগরিক সংগঠন। ২০০২ সালের ১২ নভেম্বর এদেশের একদল সচেতন নাগরিকের উদ্যোগে সংগঠনটি