আমরা অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে, গতকাল, ১২ মার্চ ২০১৮, নেপালে বিমান দুর্ঘটনায় ‘সুজন—সুশাসনের জন্য নাগরিক’-এর কেন্দ্রীয় সহযোগী সমন্বয়কারী সানজিদা হক বিপাশা তার স্বামী ও সন্তান-সহ মৃত্যুবরণ করেছেন। ‘সুজন—সুশাসনের জন্য নাগরিক’ তাঁর এই অকাল মৃত্যুতে গভীরভাবে শোকাহত।
‘সুজন’ বাংলাদেশে গণতন্ত্র, উন্নয়ন ও সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে যে আন্দোলন পরিচালনা করছে জনাব সানজিদা হক বিপাশা বিগত ১৩ বছর ধরে তার একনিষ্ঠ কর্মী ছিলেন। ‘সুজন’-এর সচিবালয় পরিচালনার সার্বিক দায়িত্বও ছিল তার। মাত্র ৩৭ বছর বয়সে প্রাণোচ্ছল ও প্রতিশ্র“তিশীল এই মানুষটির অকালে চলে যাওয়া আমাদের জন্য এক অপূরণীয় ক্ষতি।
একটি শান্তি ও সৌহার্দ্যপূর্ণ বাংলাদেশ প্রতিষ্ঠার স্বপ্ন থেকে জনাব সানজিদা হক বিপাশা তার মেধা ও নিরলস পরিশ্রম দিয়ে যে অবদান রেখে গেছেন সেজন্য আমরা তাকে গভীরভাবে স্মরণ করছি। একইসঙ্গে তার শোকসন্তপ্ত পরিবার এবং স্বজনদের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করছি এবং তার ও তার স্বামী-সন্তানের বিদেহী আত্মার শান্তি কামনা করছি।
#সুজন সচিবালয় থেকে গণমাধ্যমে পাঠানো শোকবার্তাটি দেখতে এখানে ক্লিক করুন।