সুজন- সুশাসনের জন্য নাগরিক অন্যান্য,শোক সংবাদ ‘সুজন’-এর সহযোগী সমন্বয়কারী সানজিদা হক বিপাশা-এর মৃত্যুতে শোকবার্তা

‘সুজন’-এর সহযোগী সমন্বয়কারী সানজিদা হক বিপাশা-এর মৃত্যুতে শোকবার্তা


আমরা অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে, গতকাল, ১২ মার্চ ২০১৮, নেপালে বিমান দুর্ঘটনায় ‘সুজন—সুশাসনের জন্য নাগরিক’-এর কেন্দ্রীয় সহযোগী সমন্বয়কারী সানজিদা হক বিপাশা তার স্বামী ও সন্তান-সহ মৃত্যুবরণ করেছেন। ‘সুজন—সুশাসনের জন্য নাগরিক’ তাঁর এই অকাল মৃত্যুতে গভীরভাবে শোকাহত।

‘সুজন’ বাংলাদেশে গণতন্ত্র, উন্নয়ন ও সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে যে আন্দোলন পরিচালনা করছে জনাব সানজিদা হক বিপাশা বিগত ১৩ বছর ধরে তার একনিষ্ঠ কর্মী ছিলেন। ‘সুজন’-এর সচিবালয় পরিচালনার সার্বিক দায়িত্বও ছিল তার। মাত্র ৩৭ বছর বয়সে প্রাণোচ্ছল ও প্রতিশ্র“তিশীল এই মানুষটির অকালে চলে যাওয়া আমাদের জন্য এক অপূরণীয় ক্ষতি।

একটি শান্তি ও সৌহার্দ্যপূর্ণ বাংলাদেশ প্রতিষ্ঠার স্বপ্ন থেকে জনাব সানজিদা হক বিপাশা তার মেধা ও নিরলস পরিশ্রম দিয়ে যে অবদান রেখে গেছেন সেজন্য আমরা তাকে গভীরভাবে স্মরণ করছি। একইসঙ্গে তার শোকসন্তপ্ত পরিবার এবং স্বজনদের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করছি এবং তার ও তার স্বামী-সন্তানের বিদেহী আত্মার শান্তি কামনা করছি।

#সুজন সচিবালয় থেকে গণমাধ্যমে পাঠানো শোকবার্তাটি দেখতে এখানে ক্লিক করুন

Related Post

চতুর্থ উপজেলা পরিষদ নির্বাচন এবং স্থানীয় সরকার সংস্কার প্রসঙ্গচতুর্থ উপজেলা পরিষদ নির্বাচন এবং স্থানীয় সরকার সংস্কার প্রসঙ্গ

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের নির্দেশনা (ধারা ৫৯) অনুযায়ী, অত্যন্ত প্রাচীন ও কার্যকর ‘প্রশাসনিক একক’ হিসেবে উপজেলা পর্যায়ে নির্বাচিত স্থানীয় সরকার গঠন ও কার্যকর করা একটি সাংবিধানিক বাধ্যবাধকতা। এ বাধ্যবাধকতা জেলা ও

শোকবার্তাশোকবার্তা

বিশিষ্ট অর্থনীতিবিদ ও সুজন সভাপতি অধ্যাপক মোজাফ্‌ফর আহমদ গত ২২ মে ২০১২ তারিখ রাতে ল্যাব এইড হাসপাতালে নেয়ার পথে মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহি….. রাজিউন।) আমরা তাঁর মৃত্যুতে গভীরভাবে শোকাহত।