দলনিরপেক্ষতা, একতা, সততা, স্বচ্ছতা, জবাবদিহিতা, সমতা ও অসাম্প্রদায়িকতা— এসকল চেতনার ভিত্তিতে এবং সম্পূর্ণ স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে সারাদেশে সুজন-এর কার্যক্রম পরিচালিত হচ্ছে এবং এর সাংগঠনিক কাঠামো গড়ে ওঠেছে। জাতীয় পর্যায়ে কাজ করছে ২১ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি (বিভাগীয় পর্যায়ের আটজন-সহ) এবং ১৮১ জন সদস্যবিশিষ্ট জাতীয় কমিটি (কেন্দ্রীয় কার্য-নির্বাহী কমিটির সদস্যগণ এবং জেলা ও মহানগর কমিটির সভাপতি ও সম্পাদকবৃন্দ জাতীয় কমিটির সদস্য হিসেবে বিবেচিত)। এছাড়া শহরাঞ্চলে মহানগর, পৌরসভা, থানা ও ওয়ার্ড কমিটি এবং জেলা পর্যায়ে জেলা, উপজেলা ও ইউনিয়ন কমিটিগুলো কাজ করছে।
বর্তমানে সারাদেশে সুজন-এর ৮টি মহানগর কমিটি, ৬৪টি জেলা কমিটি, চার শতাধিক উপজেলা কমিটি এবং ছয় শতাধিক ইউনিয়ন কমিটি সক্রিয় রয়েছে। এসব কমিটির আওতায় সারাদেশে প্রায় ৩৫ হাজার সদস্য অন্তর্ভুক্ত রয়েছেন। এছাড়া সুজনের জন আজীবন সদস্য রয়েছেন।