সুজন- সুশাসনের জন্য নাগরিক সিটি কর্পোরেশন নির্বাচন সিটি কর্পোরেশন নির্বাচনে অনুষ্ঠিত ‘জনগণের মুখোমুখি’

সিটি কর্পোরেশন নির্বাচনে অনুষ্ঠিত ‘জনগণের মুখোমুখি’

fece-to-fece-at-rajshahi-city-corporation৪ আগস্ট ২০০৮ এ অনুষ্ঠিত হয় সিটি কর্পোরেশন নির্বাচন। এই নির্বাচনকে সামনে রেখে ১৯ জুলাই রাজশাহী, ২২ জুলাই খুলনা, ২৩ জুলাই বরিশাল এবং ২৫ জুলাই সিলেট সিটি কর্পোরেশনে ‘জনগণের মুখোমুখি’ অনুষ্ঠানের আয়োজন করা হয়, সুজন, প্রথম আলো, ডেইলি স্টার ও চ্যানেল আই এর যৌথ উদ্যোগে।
স্বপ্নিল আয়োজন কমিউনিটি সেন্টার, রাজশাহীতে আয়োজিত মুখোমুখি অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন ‘সুজন’ রাজশাহী জেলা কমিটির সভাপতি অধ্যাপক মো: নূরল আলম। অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ‘সুজন’ কেন্দ্রীয় কমিটির সভাপতি অধ্যাপক মোজাফ্ফর আহমদ ও সম্পাদক ড. বদিউল আলম মজুমদার, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক সাইদুর রহমান খান এবং প্রথম আলো’র নগর সম্পাদক প্রণব সাহা। অনুষ্ঠানে মেয়র প্রার্থীদের মধ্যে উপস্থিত ছিলেনÑ খায়রুজ্জামান লিটন, মাসুদুল হক ডুলু, মোসাদ্দেক হোসেন বুলবুল, এনামুল হক, রেজা-উন-নবী দুদু, দুরুল হুদা, রায়হানুর রহমান, আব্দুল মতিন খান, আবুল কালাম আজাদ, রুহুল কুদ্দুস টুনু, সিদ্দিকুর রহমান ও আব্দুল খালেক।
জিয়া হল, খুলনায় আয়োজিত মুখোমুখি অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন ‘সুজন’ খুলনা জেলা কমিটির সভাপতি অধ্যাপক জাফর ইমাম। ‘সুজন’ খুলনা জেলা কমিটির সম্পাদক এ্যাডভোকেট কুদরত-ই-খুদার স্বাগত বক্তব্যের মধ্যদিয়ে শুরু হওয়া অনুষ্ঠানটিতে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ‘সুজন’ কেন্দ্রীয় কমিটির সম্পাদক ড. বদিউল আলম মজুমদার ও প্রথম আলো’র উপসম্পাদক সাজ্জাদ শরিফ। অনুষ্ঠানে মেয়র প্রার্থীদের মধ্যে উপস্থিত ছিলেন তালুকদার আব্দুল খালেক, এ্যাডভোকেট এনায়েত আলী, এ্যাডভোকেট ফিরোজ আহমেদ, এ্যাডভোকেট এস এম মোসলেম উদ্দিন ও তৈয়াবুর রহমান।
বরিশাল ক্লাব, বরিশালে আয়োজিত মুখোমুখি অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন ‘সুজন’ বরিশাল জেলা কমিটির সভাপতি অধ্যাপক সৈয়দ আমিনুল হক। অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ‘সুজন’ কেন্দ্রীয় কমিটির সম্পাদক ড. বদিউল আলম মজুমদার ও গণস্বাস্থ্য কেন্দ্রের চেয়ারম্যান ডাঃ জাফরুল¬াহ্ চৌধুরী। অনুষ্ঠানে মেয়র প্রার্থীদের মধ্যে উপস্থিত ছিলেন শওকত হোসেন হিরন, এ্যাডভোকেট এনায়েত পীর খান, আহসান হাবিব কামাল, এবায়দুল হক চাঁন, সরদার সরফুদ্দিন আহম্মেদ সান্টু, এ কে আজাদ, কবির উদ্দিন হান্নু, এ্যাডভোকেট জহুরুল হক ও রফিকুল ইসলাম রাসেল। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, প্রথম আলো’র যুগ্ম বার্তা সম্পাদক সেলিম খান, সচেতন নাগরিক কমিটি, বরিশালের আহ্বায়ক এ্যাডভোকেট মানবেন্দ্র বটব্যাল, দুর্নীতি প্রতিরোধ কমিটির আহ্বায়ক রাবেয়া খাতুন, শিল্পী অশোক কর্মকার, সুজন, বরিশাল মহানগর কমিটির সভাপতি জনাব আক্কাস হোসেন।
সিলেট সারদা হলে আয়োজিত মুখোমুখি অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন ‘সুজন’ সিলেট জেলা কমিটির সভাপতি অধ্যাপক আব্দুল আজিজ। ‘সুজন’ সিলেট জেলা কমিটির সম্পাদক জনাব ফারুক মাহমুদ চৌধুরীর স্বাগত বক্তব্যের মধ্যদিয়ে শুরু হওয়া অনুষ্ঠানটিতে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ‘সুজন’ কেন্দ্রীয় কমিটির সম্পাদক ড. বদিউল আলম মজুমদার ও প্রথম আলো’র উপসম্পাদক ও সাহিত্যিক জনাব আনিসুল হক। অনুষ্ঠানে মেয়র প্রার্থীদের মধ্যে উপস্থিত ছিলেন আ ফ ম কামাল, আব্দুস সামাদ নজরুল, এম কুতুব উদ্দিন আহমদ, সৈয়দ মুহিবুর রহমান, সৈয়দ হাবিবুর রহমান হিরন, বশির আহমদ, সৈয়দ আলী আফসার, আব্দুল মুকিত খান, ছালাহ উদ্দিন রিমন ও ড. কাজী কামাল আহমদ। মেয়র প্রার্থীগণ ছাড়াও সকল অনুষ্ঠানেই উপস্থিত কাউন্সিলর প্রার্থীগণ নিজ নিজ পরিচয় তুলে ধরে সকলের কাছে দোয়া ও ভোট প্রার্থনা করেন। ৪ টি মুখোমুখি অনুষ্ঠানই পরিচালনা করেন ‘সুজন’ এর কেন্দ্রীয় সমন্বয়কারী দিলীপ কুমার সরকার।

Related Post

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদপ্রার্থীদের নিয়ে জনগণের মুখোমুখি অনুষ্ঠানঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদপ্রার্থীদের নিয়ে জনগণের মুখোমুখি অনুষ্ঠান

নির্বাচনী আচরণবিধি মেনে চলা, নির্বাচিত হলে সিটি করপোরেশকে দুর্নীতিমুক্ত, কার্যকর ও জনকল্যাণমূলক প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র প্রার্থীগণ। এছাড়া ঢাকাকে একটি আধুনিক বাসযোগ্য

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচন-২০১১নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচন-২০১১

সুজন পরিচালিত কার্যক্রমসমূহের সংক্ষিপ্ত প্রতিবেদন সুজন-সুশাসনের জন্য নাগরিক দেশের গণতন্ত্র, উন্নয়ন ও সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে গঠিত একটি নির্দলীয় নাগরিক সংগঠন। ২০০২ সালের ১২ নভেম্বর এদেশের একদল সচেতন নাগরিকের উদ্যোগে সংগঠনটি

কুমিল্লা নির্বাচনে সুজন পরিচালিত কার্যকক্রমের প্রতিবেদন ও আর্থিক বিবরণীকুমিল্লা নির্বাচনে সুজন পরিচালিত কার্যকক্রমের প্রতিবেদন ও আর্থিক বিবরণী

সুজন-সুশাসনের জন্য নাগরিক ৩/৭ আসাদ এভিনিউ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭, ফোন: ৮১১২৬২২, ৮১২৭৯৭৫, ওয়েবসাইট: www.shujan.org কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচন-২০১২ সুজন পরিচালিত কার্যক্রমসমূহের প্রতিবেদন সুজন-সুশাসনের জন্য নাগরিক দেশের গণতন্ত্র, উন্নয়ন ও সুশাসন প্রতিষ্ঠার