সুজন- সুশাসনের জন্য নাগরিক Uncategorized সুজন-এর আয়োজনে ঘিওরে প্রার্থী ও ভোটারদের নিয়ে মুখোমুখি অনুষ্ঠান

সুজন-এর আয়োজনে ঘিওরে প্রার্থী ও ভোটারদের নিয়ে মুখোমুখি অনুষ্ঠান

Picমানিকগঞ্জের ঘিওর উপজেলা পরিষদের নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থী ও ভোটারদের নিয়ে গতকাল রোববার ‘জনগণের মুখোমুখি’ অনুষ্ঠানের আয়োজন করে সুজন-সুশাসনের জন্য নাগরিক। উপজেলার বানিয়াজুরী ইউনিয়ন পরিষদের (ইউপি) প্রাঙ্গণে আয়োজিত ওই অনুষ্ঠান বিকেল চারটায় শুরু হয়। চলে সন্ধ্যা ছয়টা পর্যন্ত।
সুজনের ঘিওর উপজেলার আহ্বায়ক ভাষাসৈনিক মিরান উদ্দিন আহম্মেদের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন সুজনের কেন্দ্রীয় সম্পাদক বদিউল আলম মজুমদার। তিনি উপস্থিত ভোটারদের উদ্দেশে বলেন, নাগরিকেরাই জেনে-শুনে-বুঝে স্বাধীনভাবে ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে সৎ, যোগ্য ও জনকল্যাণে নিবেদিত প্রতিনিধি নির্বাচিত করে জাতিকে সামনের দিকে এগিয়ে নিতে পারেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঘিওর উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান ও এবারের প্রার্থী জাসদের আফজাল হোসেন খান, বিএনপি-সমর্থিত চেয়ারম্যান প্রার্থী আবদুল আলীম খান, চেয়ারম্যান প্রার্থী আবুল হাসেম ও রেজাউর রহমান ওরফে জাহাঙ্গীর; ভাইস চেয়ারম্যান প্রার্থী আওয়ামী লীগের আমজাদ হোসেন ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী জ্যোৎস্না শিকদার; বানিয়াজুরী ইউপি চেয়ারম্যান আবুল কাশেম এবং উপজেলার বিভিন্ন এলাকার সাধারণ ভোটারেরা।
অনুষ্ঠানে প্রশ্নোত্তর পর্বে ভোটারেরা বিভিন্ন বিষয়ে প্রশ্ন করেন এবং প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা উত্তর দেন। অনুষ্ঠান শেষে বদিউল আলম মজুমদার ভোটারদের শপথবাক্য পাঠ করান।

তথ্যসুত্র: প্রথম আলো, ১০ মার্চ, ২০১৪

Related Post

‘নির্বাচন কমিশনার নিয়োগে প্রস্তাবিত আইনের খসড়া ও প্রাসঙ্গিক ভাবনা’ শীর্ষক গোলটেবিল বৈঠক আয়োজন‘নির্বাচন কমিশনার নিয়োগে প্রস্তাবিত আইনের খসড়া ও প্রাসঙ্গিক ভাবনা’ শীর্ষক গোলটেবিল বৈঠক আয়োজন

নির্বাচন কমিশনার নিয়োগের ইস্যুটি একটি সার্বজনীন বিষয় এবং এটি সকল নাগরিকের জন্যই গুরুত্বপূর্ণ। তাই রাষ্ট্রপতিকে তাঁর সিদ্ধান্ত চূড়ান্ত করার আগে বিশেষজ্ঞ, নাগরিক সমাজের প্রতিনিধি ও গণমাধ্যম ব্যক্তিত্বদের সঙ্গে সংলাপ করার

গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে করণীয়গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে করণীয়

ড. বদিউল আলম মজুমদার গত ২৯ ডিসেম্বর, ২০০৮ অনুষ্ঠিত নবম জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে একটি নতুন সরকার ক্ষমতা গ্রহণ করেছে। নবগঠিত সরকারের জন্য একটি গুরুত্বপূর্ণ ম্যান্ডেট হলো রাষ্ট্রে একটি কার্যকর