সুজন- সুশাসনের জন্য নাগরিক Uncategorized সুজন-এর আয়োজনে ঘিওরে প্রার্থী ও ভোটারদের নিয়ে মুখোমুখি অনুষ্ঠান

সুজন-এর আয়োজনে ঘিওরে প্রার্থী ও ভোটারদের নিয়ে মুখোমুখি অনুষ্ঠান

Picমানিকগঞ্জের ঘিওর উপজেলা পরিষদের নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থী ও ভোটারদের নিয়ে গতকাল রোববার ‘জনগণের মুখোমুখি’ অনুষ্ঠানের আয়োজন করে সুজন-সুশাসনের জন্য নাগরিক। উপজেলার বানিয়াজুরী ইউনিয়ন পরিষদের (ইউপি) প্রাঙ্গণে আয়োজিত ওই অনুষ্ঠান বিকেল চারটায় শুরু হয়। চলে সন্ধ্যা ছয়টা পর্যন্ত।
সুজনের ঘিওর উপজেলার আহ্বায়ক ভাষাসৈনিক মিরান উদ্দিন আহম্মেদের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন সুজনের কেন্দ্রীয় সম্পাদক বদিউল আলম মজুমদার। তিনি উপস্থিত ভোটারদের উদ্দেশে বলেন, নাগরিকেরাই জেনে-শুনে-বুঝে স্বাধীনভাবে ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে সৎ, যোগ্য ও জনকল্যাণে নিবেদিত প্রতিনিধি নির্বাচিত করে জাতিকে সামনের দিকে এগিয়ে নিতে পারেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঘিওর উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান ও এবারের প্রার্থী জাসদের আফজাল হোসেন খান, বিএনপি-সমর্থিত চেয়ারম্যান প্রার্থী আবদুল আলীম খান, চেয়ারম্যান প্রার্থী আবুল হাসেম ও রেজাউর রহমান ওরফে জাহাঙ্গীর; ভাইস চেয়ারম্যান প্রার্থী আওয়ামী লীগের আমজাদ হোসেন ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী জ্যোৎস্না শিকদার; বানিয়াজুরী ইউপি চেয়ারম্যান আবুল কাশেম এবং উপজেলার বিভিন্ন এলাকার সাধারণ ভোটারেরা।
অনুষ্ঠানে প্রশ্নোত্তর পর্বে ভোটারেরা বিভিন্ন বিষয়ে প্রশ্ন করেন এবং প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা উত্তর দেন। অনুষ্ঠান শেষে বদিউল আলম মজুমদার ভোটারদের শপথবাক্য পাঠ করান।

তথ্যসুত্র: প্রথম আলো, ১০ মার্চ, ২০১৪

Related Post

ইসি অসত্য ও অর্ধ-সত্য তথ্য প্রকাশের মাধ্যমে বিভ্রান্তি – সৃষ্টি করেছেইসি অসত্য ও অর্ধ-সত্য তথ্য প্রকাশের মাধ্যমে বিভ্রান্তি – সৃষ্টি করেছে

সংবাদ বিজ্ঞপ্তি গত ২৮ জুলাই নির্বাচন কমিশন কর্তৃক প্রকাশিত একটি ‘সংবাদ বিজ্ঞপ্তি’র প্রতি আমাদের দৃষ্টি আকর্ষিত হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে: “সমপ্রতি সুজন নামের একটি সংস্থার পক্ষ থেকে এক সংবাদ সম্মেলনে

মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলা চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যান প্রার্থীগণ জনগণের মুখোমুখিমুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলা চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যান প্রার্থীগণ জনগণের মুখোমুখি

গত ২৭ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান প্রার্থীদের নিয়ে ’সুজন’ শ্রীনগর উপজেলা কমিটির আয়োজনে ২৪ ফেব্রুয়ারি ২০১৪ অনুষ্ঠিত হয়েছে ’জনগণের মুখোমুখি’ অনুষ্ঠান।

আসন্ন নির্বাচন, সংখ্যালঘু সম্পদ্রায়ের নিরাপত্তা এবং করণীয় শীর্ষক সুজন এর নাগরিক সংলাপআসন্ন নির্বাচন, সংখ্যালঘু সম্পদ্রায়ের নিরাপত্তা এবং করণীয় শীর্ষক সুজন এর নাগরিক সংলাপ

নির্বাচন এলেই দেশের বিভিন্ন স্থানে ধর্মীয় সংখ্যালঘু সমপ্রদায়ের মধ্যে আতঙ্ক দেখা দেয়। এই আতঙ্কের বড় কারন অতীত নির্বাচন কেন্দ্রিক সহিংসতায় জড়িতদের বিচারের মুখোমুখি না করা। এই আতঙ্ক বৃদ্ধি পাওয়ার আর