সুজন- সুশাসনের জন্য নাগরিক উপজেলা নির্বাচন সুজন-এর আয়োজনে ঘোড়াঘাট উপজেলায় প্রার্থী ও ভোটারদের নিয়ে মুখোমুখি অনুষ্ঠান

সুজন-এর আয়োজনে ঘোড়াঘাট উপজেলায় প্রার্থী ও ভোটারদের নিয়ে মুখোমুখি অনুষ্ঠান


SAM_0045সুজন-সুশাসনের জন্য নাগরিক-এর উদ্যোগে দিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলার রাণীগঞ্জ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে গত ২৫ ফেব্রুয়ারি উপজেলা নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের অংশগ্রহণে মুখোমুখি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সুজন উপজেলা সভাপতি জনাব আব্দুল ওয়াহাব মাস্টারের সভাপতিত্বে চেয়ারম্যান পদপ্রার্থী কাজী শুভ রহমান চৌধুরী, রাফে খন্দকার এবং আশরাফ উদ্দিন উপস্থিত ছিলেন। প্রার্থীগণ উপস্থিত জনগণের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং হাতে হাত ধরে সুষ্ঠু নির্বাচনের অঙ্গীকার করেন।

Related Post

সুজন-এর উদ্যোগে ‘সুষ্ঠু নির্বাচনের জন্য সুস্পষ্ট করণীয়’ শীর্ষক গোলটেবিল বৈঠকসুজন-এর উদ্যোগে ‘সুষ্ঠু নির্বাচনের জন্য সুস্পষ্ট করণীয়’ শীর্ষক গোলটেবিল বৈঠক

‘নির্বাচনকালীন সময়ে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তথা সরকার নিরপেক্ষ ভূমিকা পালন না করলে এবং কমিশনকে প্রয়োজনীয় সহযোগিতা না দিলে, সবচেয়ে শক্তিশালী ও নিরপেক্ষ নির্বাচন কমিশনের পক্ষেও সুষ্ঠু ও গ্রহণযোগ্য

উপজেলা নির্বাচনে সুজন কর্তৃক গৃহীত কার্যক্রমউপজেলা নির্বাচনে সুজন কর্তৃক গৃহীত কার্যক্রম

উপজেলা নির্বাচনকে সামনে রেখে সুজন-সুশাসনের জন্য নাগরিক বিভিন্ন মুখী কার্যক্রম পরিচালনা করে। এগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো: প্রার্থীদের তথ্য সংগ্রহ এবং তথ্যের ভিত্তিতে তুলনামূলক চিত্র তৈরী করে তা ভোটারদের মাঝে সরবরাহ,

মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলা চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যান প্রার্থীগণ জনগণের মুখোমুখিমুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলা চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যান প্রার্থীগণ জনগণের মুখোমুখি

গত ২৭ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান প্রার্থীদের নিয়ে ’সুজন’ শ্রীনগর উপজেলা কমিটির আয়োজনে ২৪ ফেব্রুয়ারি ২০১৪ অনুষ্ঠিত হয়েছে ’জনগণের মুখোমুখি’ অনুষ্ঠান।