সুজন- সুশাসনের জন্য নাগরিক সংবাদপত্রে সুজন ‘সুজন’-এর বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার আহ্বান

‘সুজন’-এর বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার আহ্বান


নাগরিক সংগঠন ‘‌সুজন-সুশাসনের জন্য নাগরিক’ দীর্ঘদিন থেকেই দেশে গণতন্ত্র, সুশাসন ও উন্নয়ন নিশ্চিত করার লক্ষ্যে কার্যক্রম পরিচালনা করে আসছে। বিশেষ করে বাংলাদেশের নির্বাচনী প্রক্রিয়াকে পরিচ্ছন্ন করা ও স্থানীয় সরকারকে শক্তিশালীকরণের ক্ষেত্রে ‘সুজন’ গৃহীত বিভিন্ন কার্যক্রম দেশে-বিদেশে প্রশংসিত হয়েছে। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, প্রতিষ্ঠালগ্ন থেকেই ‘সুজন’ কোনো বিশেষ দল বা গোষ্ঠীর বিরুদ্ধে নয়, বরং দল-নিরপেক্ষভাবে তার কার্যক্রম পরিচালনা করে আসছে।

অথচ আমরা উদ্বেগের সঙ্গে লক্ষ করছি যে, সম্প্রতি একটি মহল আমাদের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালিয়ে যাচ্ছে, এর মধ্যে অন্যতম হলো বিডি পিপলস ভয়েস ডটকম (www.bdpeoplesvoice.com) নামক একটি ওয়েবসাইট। নাম-পরিচয় গোপন করে ওয়েবসাইটটি মার্কিন যুক্তরাষ্ট্রে নিবন্ধিত হয়েছে। এই ওয়েবসাইট থেকে ‘সুজন’-এর ভুয়া লোগো ব্যবহার করে আমাদের বিরুদ্ধে অসত্য, ভিত্তিহীন, বানোয়াট ও মানহানিকর প্রতিবেদন প্রকাশ করা হয়েছে।

বিডি পিপলস ভয়েস ডটকম একটি ভুয়া ওয়েবসাইট। এতে প্রকাশিত প্রতিবেদনটি মিথ্যা, ভিত্তিহীন ও বানোয়াট সংবাদ ‘সুজন’-এর ভাবমূর্তি ক্ষুণ্ন করছে এবং মানুষের মনে বিভ্রান্তি তৈরি করছে। একইসঙ্গে এদের এই অপকর্ম আমাদের জন্য নিরাপত্তাহীনতাও তৈরি করেছে। তাই ওয়েবসাইটটির বিরুদ্ধে আমরা থানায় একটি সাধারণ ডায়েরি দায়ের-সহ আইনানুগ পদক্ষেপ গ্রহণ করেছি।

বিডি পিপলস ভয়েস ডটকমে (www.bdpeoplesvoice.com) প্রকাশিত সংবাদে বিভ্রান্ত না হওয়ার জন্য আমরা সকলের প্রতি আহ্বান জানাই।

Related Post

সংসদ সদস্যকে বহিষ্কারের দৃষ্টান্ত আমাদের দেশে নেইসংসদ সদস্যকে বহিষ্কারের দৃষ্টান্ত আমাদের দেশে নেই

ড. বদিউল আলম মজুমদার আমাদের জাতীয় সংসদের সামনে বর্তমানে সংসদের বিশেষ অধিকার সম্পর্কিত দুটি বিষয় রয়েছে। প্রথমটি হলো সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের বিরুদ্ধে আনা দুর্নীতির অভিযোগ। অভিযোগ তদন্তের

‘দশম জাতীয় সংসদের মাননীয় সংসদ সদস্যগণের তথ্য উপস্থাপন’ শীর্ষক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত‘দশম জাতীয় সংসদের মাননীয় সংসদ সদস্যগণের তথ্য উপস্থাপন’ শীর্ষক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

রাজনৈতিক সংকটের স্থায়ী সমাধানের লক্ষ্যে সকল রাজনৈতিক দলের সম্মতিতে ‘জাতীয় সনদ’ প্রণয়ন সাপেক্ষে একটি প্রতিযোগিতামূলক নির্বাচন অনুষ্ঠানের দাবি   জানিয়েছেন সুজন নেতৃবৃন্দ। গত ২০ এপ্রিল, ২০১৪ সকাল ১১.০০টায় রিপোর্টার্স ইউনিটির সাগর-রম্ননি