সুজন- সুশাসনের জন্য নাগরিক মানববন্ধন সুন্দরবন রক্ষার দাবিতে বাগেরহাটে সুজনের মানববন্ধন

সুন্দরবন রক্ষার দাবিতে বাগেরহাটে সুজনের মানববন্ধন


human_chain_sundorbanগত ১৩ ডিসেম্বর ২০১৪, শনিবার, বিকেল ৪টায়, বাগেরহাট জেলাশহরের মিঠাপুকুর পাড়ে, সুজন-সুশাসনের জন্য নাগরিক, বাগেরহাট জেলা কমিটির উদ্যোগে সুন্দরবন রক্ষার দাবিতে ‘সুন্দরবন বাঁচাও, দেশ বাঁচাও, পরিবেশ বাঁচাও’ শিরোনামে এক মানববন্ধনের আয়োজন করা হয়। সুজনের কেন্দ্রীয় সম্পাদক ড. বদিউল আলম মজুমদার, বাগেরহাট জেলা কমিটির সভাপতি অধ্যাপক মোজাফ্‌ফর হোসেন, কেন্দ্রীয় সমন্বয়কারী দিলীপ কুমার সরকার, বাংলাদেশ মহিলা পরিষদ বাগেরহাট জেলা কমিটির সভানেত্রী জনাব ফরিদা বেগম, সুজন, বাগেরহাট জেলা কমিটির সহ-সভাপতি জনাব শেখ আসাদ, সম্পাদক এডভোকেট শরিফুল ইসলাম ঠান্ডু, সহ-সম্পাদক ও বাগেরহাট উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এডভোকেট পারভীন আহমেদ এবং সরকারি পি সি কলেজের অধ্যাপক আমিরুল আলমসহ বাগেরহাটের সর্বস-রের নাগরিক মানববন্ধনে অংশগ্রহণ করেন।

মানববন্ধনে অংশগ্রহণকারী নাগরিকগণ গত ৯ ডিসেম্বর ২০১৪ তারিখে, সুন্দরবনের শেলা নদীতে প্রায় সাড়ে তিন লাখ লিটার জ্বালানী তেলসহ একটি তেলবাহী ট্যাংকার ডুবির ঘটনায় মারাত্মক পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা প্রকাশ করেন। তাঁরা বলেন এই দুর্ঘটনার কারণে এই এলাকার জীববৈচিত্র ধবংসের মুখে পড়তে পারে। ইতোমধ্যেই অভয়াশ্রম ঘোষিত এলাকাটি থেকে ইরাবতী ডলফিন চলে গিয়েছে বলেও তাঁরা মন-ব্য। একইসঙ্গে বক্তাগণ সম্ভাব্য এই ভয়াবহ বিপর্যয়ের হাত থেকে এ অঞ্চলকে রক্ষার জন্য সরকারকে আন-রিকভাবে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।

সুজনের কেন্দ্রীয় সম্পাদক ড. বদিউল আলম মজুমদার বলেন ‘সুন্দরবন না বাঁচলে দক্ষিণাঞ্চল বাঁচবে না, দক্ষিণাঞ্চল না বাঁচলে বাংলাদেশ বাঁচবে না। তাই যেভাবেই হোক সুন্দরবনকে বাঁচাতে হবে’।

এ সংক্রান্ত সংবাদের লিংক

http://www.prothom-alo.com/bangladesh/article/396490/%E0%A6%B8%E0%A7%81%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A6%E0%A6%B0%E0%A6%AC%E0%A6%A8-%E0%A6%B0%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B7%E0%A6%BE%E0%A6%B0-%E0%A6%A6%E0%A6%BE%E0%A6%AC%E0%A6%BF

Related Post

জঙ্গিবাদ প্রতিরোধ ও শান্তি-সম্প্রীতি প্রতিষ্ঠায় অসাম্প্রদায়িক ও গণতান্ত্রিক শক্তির জাতীয় ঐক্যের আহ্বানজঙ্গিবাদ প্রতিরোধ ও শান্তি-সম্প্রীতি প্রতিষ্ঠায় অসাম্প্রদায়িক ও গণতান্ত্রিক শক্তির জাতীয় ঐক্যের আহ্বান

জঙ্গিবাদ প্রতিরোধ ও শান্তি-সম্প্রীতি প্রতিষ্ঠায় অসাম্প্রদায়িক ও গণতান্ত্রিক শক্তির জাতীয় ঐক্যের আহ্বানে নাগরিক সংগঠন সুজন-সুশাসনের জন্য নাগরিক-এর উদ্যোগে আজ এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ সকাল ১০.৩০টা থেকে ১১.৩০টা পর্যন্ত রাজধানীর

সুজন-এর উদ্যোগে মিয়ানমারে রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর গণহত্যা ও নির্যাতন বন্ধের দাবিতে মানববন্ধন আয়োজনসুজন-এর উদ্যোগে মিয়ানমারে রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর গণহত্যা ও নির্যাতন বন্ধের দাবিতে মানববন্ধন আয়োজন

মিয়ানমারে রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর গণহত্যা ও নির্যাতন চলছে। দেশটির রাখাইন রাজ্যে দীর্ঘদিন থেকে নিপীড়িত রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর নতুন করে গত ২৫ আগস্ট থেকে শুরু হয়েছে এই নির্মম নির্যাতন ও গণহত্যা।

বিরাজমান রাজনৈতিক সংকট নিরসন এবং নির্বাচন কমিশনকে শক্তিশালী করার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিতবিরাজমান রাজনৈতিক সংকট নিরসন এবং নির্বাচন কমিশনকে শক্তিশালী করার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত

দেশকে সংঘাতের দিকে ঠেলে না দিয়ে দু দলের সংলাপের মাধ্যমে বিরাজমান সংকেটর সমাধান করা এবং সুষ্ঠু, নিরপেক্ষ ও শানি-পূর্ণ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে নির্বাচন কমিশনকে শক্তিশালী করার আহ্বান জানিয়েছেন নাগরিক সংগঠন