২২ নভেম্বর ২০১৩, শুক্রবার, বিকেল ৩টায় জয়তী সোসাইটি, রেল গেইট, যশোরে অনুষ্ঠিত হয় ’সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন : নাগরিক অধিকার ও দায়িত্ব’ শীর্ষক খুলনা বিভাগীয় কর্মশালা। সভাপতিত্ব করেন এডভোকেট সালেহা বেগম, সভাপতি, সুজন, যশোর। কর্মশালা পরিচালনা করেন সুজন সম্পাদক ড. বদিউল আলম মজুমদার।
কর্মশালায় উপসি’ত ছিলেন প্রফেসর অখিল কুমার চক্রবর্তী, সভাপতি, সুজন, যশোর সদর উপজেলা; ডা. এ কে এম অহিদুর রহমান, সম্পাদক, সুজন, যশোর; বিনয় কৃষ্ণ মল্লিক, নির্বাহী পরিচালক, রাইটস, যশোর; এডভোকেট সালাহউদ্দিন স্বপন; সুভাষ চন্দ্র সরকার, সভাপতি, সুজন, সাতক্ষীরা; এডভোকেট কুদরত ই খোদা, সম্পাদক, সুজন, খুলনা; জহুরুল হক চৌধুরী, সভাপতি, সুজন, কুষ্টিয়া; অধ্যাপক আবদুর রশীদ, সভাপতি, গাংনী, মেহেরপুর; নূর আলম, সহ সভাপতি, মংলা; এ টি এম খায়রুল আনাম, সভাপতি, মহেশপুর উপজেলা, ঝিনাইদহ; এডভোকেট আবদুল হক, সদস্য, ঝিনাইদহ; অধ্যক্ষ সিদ্দিকুর রহমান, সভাপতি, সুজন, চুয়াডাঙ্গা প্রমুখ।
কর্মশালায় অংশগ্রহণকারীগণ নির্বাচনকালীন সরকার ব্যবস’া নিয়ে অচলাবস’ায় ক্ষোভ প্রকাশ করেন এবং রাজনীতিবিদদের কাছে দায়িত্বশীল আচরন আশা করেন। দেশের প্রধান দু’টি দল সংলাপ এবং সমঝোতায় আগ্রহ দেখাচ্ছে না, সমস্যা সমাধানে উদ্যোগী হচ্ছে না। এমতাবস’ায় অংশগ্রহণকারীগণ নাগরিক সচেতনতা এবং নাগরিক প্রতিরোধের ওপর গুরুত্ব আরোপ করেন। দেশের নাগরিকরা সচেতন, সক্রিয় এবং সোচ্চার হলে দেশে গণতন্ত্র কায়েম হওয়া সম্ভব বলে মনে করেন তারা। বর্তমান সংকটে নাগরিকদের অতন্দ্র প্রহরীর ভূমিকা পালনের উপর গুরুত্ব আরোপ করেন সুজন সম্পাদক। তিনি নাগরিকদের প্রতি আহ্বান জানান, পরিসি’তির শিকার না হয়ে পরিসি’তির ইতিবাচক পরিবর্তনে প্রত্যেকে প্রত্যেকের অবস’ান থেকে উদ্যোগী হওয়ার এবং সাধ্যমতো ভূমিকা রাখার।
কর্মশালায় অংশগ্রহণকারীগণ সুজনের প্রতি আহ্বান জানান,
*এক গুয়েমী রাজনীতির অবসানে সুশাসন প্রতিষ্ঠার আন্দোলনকে আরো বেগবান করার জন্য;
*দুই নেত্রীকে এক টেবিলে বসানোর উদ্যোগ নেয়ার জন্য এবং সুজন যাতে প্রেসার গ্রুপ হিসেবে রাজনৈতিক সংস্কারে তাদের চাপ অব্যাহত রাখে;
* নির্বাচন কমিশনকে শক্তিশালী ও কার্যকর করায় উদ্যোগী হওয়ার;
* অবাধ ও সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে দেশব্যাপী সুজনের আহ্বানে মানব বন্ধন করার;
* ভোটারদেরকে প্রার্থী সম্পর্কে স্বচ্ছ ধারনা দেয়ার লক্ষ্যে নির্বাচনে অংশগ্রহণকারীদের তথ্য সংগ্রহ করার;
* সংখ্যালঘুদের নিরাপত্তার জন্য ক্ষতিগ্রস- এলাকায় কার্যক্রম গ্রহণ করার;
* সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য সংস্কার কার্যক্রম অব্যাহত রাখার;
* সমাজে বিশেষত তরুণ প্রজন্মের মাঝে গণতন্ত্র ও সুশাসন বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নির্বাচনী অলিম্পিয়াড, গণতন্ত্র অলিম্পিয়াড, বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করার;
উল্লেখ্য, সকাল ১০টায় অনুষ্ঠিত হয় খুলনা বিভাগের ১৫২ জন সুজন সদস্যর সমন্বয়ে বিভাগীয় পরিকল্পনা সভা। পরিকল্পনা সভা পরিচালনা করেন সুজন সমন্বয়কারী দিলীপ কুমার সরকার। সভায় সভাপতিত্ব করেন এডভোকেট সালেহা বেগম, সভাপতি, সুজন, যশোর। আলোচনায় অংশ নেন সুভাষ চন্দ্র সরকার, সভাপতি, সুজন, সাতক্ষীরা; এডভোকেট কুদরত ই খোদা, সম্পাদক, সুজন, খুলনা; জহুরুল হক চৌধুরী, সভাপতি, সুজন, কুষ্টিয়া; অদ্যাপক আবদুর রশীদ, সভাপতি, গাংনী, মেহেরপুর; নূর আলম, সহ সভাপতি, মংলা; এ টি এম খায়রুল আনাম, সভাপতি, মহেশপুর উপজেলা, ঝিনাইদহ; এডভোকেট আবদুল হক, সদস্য, ঝিনাইদহ; অধ্যক্ষ সিদ্দিকুর রহমান, সভাপতি, সুজন, চুয়াডাঙ্গা।
সুজন সদস্যগণ জেলা-উপজেলা কমিটি গঠন, সুজন বন্ধু কমিটি গঠন, নতুন ভোটারদের নিয়ে কর্মশালা, মানব বন্ধন, সমাবেশ, আলোচনা সভা, প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের জনগণের মুখোমুখি করা, সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিতকরণে স’ানীয় পর্যায়ে প্রশাসন, সুশীল সমাজের সাথে মতবিনিময়, সংখ্যালঘুদের সাথে মতবিনিময়, প্রার্থীদের হলফনামায় তথ্য সংগ্রহ, নতুন সদস্য সংগ্রহ প্রভূতি বিষয়ে পরিকল্পনা করেন।
সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন : নাগরিক অধিকার ও দায়িত্ব শীর্ষক খুলনা বিভাগীয় কর্মশালা
Categories: