সুজন- সুশাসনের জন্য নাগরিক কর্মশালা সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন: নাগরিক অধিকার ও দায়িত্ব শীর্ষক ঢাকা বিভাগীয় কর্মশালা অনুষ্ঠিত

সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন: নাগরিক অধিকার ও দায়িত্ব শীর্ষক ঢাকা বিভাগীয় কর্মশালা অনুষ্ঠিত

SAM_1979দশম জাতীয় সংসদ নির্বাচন ও বিরাজমান রাজনৈতিক প্রেক্ষাপটে ২ নভেম্বর ২০১৩ সুজন সচিবালয়ে অনুষ্ঠিত হয় সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন: নাগরিক অধিকার ও দায়িত্ব শীর্ষক ঢাকা বিভাগীয় পরিকল্পনা সভা। সভায় সভাপতিত্ব করেন ঢাকা জেলা সুজন এর সভাপতি প্রকৌশলী মুজবাহ আলীম। উপসি’ত ছিলেন সুজন সম্পাদক ড. বদিউল আলম মজুমদার এবং সহ সম্পাদক মো. জাকির হোসেন। কর্মশালা সঞ্চালনা করেন কেন্দ্রীয় সমন্বয়কারী দিলীপ কুমার সরকার।

জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে কর্মশালার শুভ সূচনা হয়। তারপর অনুষ্ঠিত হয় পরিচিতি পর্ব। ঢাকা বিভাগের ৫০ জন সুজন নেতৃবৃন্দ কর্মশালায় অংশগ্রহণ করেন। ঢাকা জেলা থেকে ২০ জন, মুন্সীগঞ্জ ৫ জন, গোপালগঞ্জ ২ জন, জামালপুর ২ জন, নারায়নগঞ্জ ৯ জন, মানিকগঞ্জ ২ জন, শরিয়তপুর ৩ জন, গাজীপুর ২ জন, কিশোরগঞ্জ ১ জন, ময়মনসিংহ ১ জন, টাঙ্গাইল ১ জন এবং নেত্রকোনা থেকে ২ জন উপসি’ত ছিলেন।
কর্মশালার শুরুতেই ২০১৩ সালের উল্লেখযোগ্য কার্যক্রম অংশগ্রহণকারীদের মাঝে উপস’াপন করেন সহযোগী সমন্বয়কারী সানজীদা হক বিপাশা। নির্বাচন কমিশন কর্তৃক নিবন্ধিত রাজনৈতিক দলসমূহের আয়-ব্যয়ের বিবরণী প্রদানে অস্বীকৃতি জানানোয় তথ্য কমিশনে আপীল করে সুজন। গত ২২ অক্টোবর ২০১৩ তারিখে তথ্য কমিশনে আপীল শুনানী অনুষ্ঠিত হয় এবং অপীল কর্তৃপক্ষ তাৎক্ষনিকভাবে তথ্য প্রদানের নির্দেশ প্রদান করে। পাবলিক ডকুমেন্ট হিসেবে রাজনৈতিক দলের আয়-ব্যয়ের বিবরণী ওয়েবসাইটে প্রকাশ করা উচিত – নির্বাচন কমিশনের এ মন-ব্য কর্মশালায় অংশগ্রহণকারীদের উজ্জীবিত করে। গোপনীয়তার সংস্কৃতি থেকে জাতিকে মুক্ত করতে সুজনের এ কার্যকরী উদ্যোগ অচিরেই বাস-বায়িত হবে বলে তারা আশা করে।
এছাড়াও বিগত ৫টি সিটি কর্পোরেশন নির্বাচনে প্রতিদ্বন্দ্বী মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের নিয়ে জনগণের মুখোমুখি অনুষ্ঠান ও প্রার্থীদের তথ্য বিশ্লেষন করে সুজন। জাতীয় সংসদের উপ নির্বাচনে প্রার্থীদের তথ্য বিতরণ এবং প্রার্থীদের জনগণের মুখোমুখি করে নাগরিক এই সংগঠন উপজেলা পরিষদের নির্বাচিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের তথ্য প্রকাশ সম্বলিত গ্রন’ প্রকাশ করে। বিরাজমান রাজনৈতিক সংকট নিরসন ও নির্বাচন কমিশন শক্তিশালী করণের দাবীতে মানববন্ধন, গোলটেবিল বৈঠক, সংবাদ সম্মেলন করে সুজন। সাংগঠনিক কার্যক্রম বেগবান এবং কর্মপরিকল্পনা প্রণয়ন ও বাস’বায়নের জন্য আঞ্চলিক ও জাতীয় পর্যায়ে বছরব্যাপী মতবিনিময় সভা করা হয়। চতুর্থ জাতীয় সম্মেলন এবং সুজনের ১০ম বর্ষপূর্তি উৎযাপন করা হয় বছরের শুরুতে।
কার্যক্রমের তথ্য উপস’াপন শেষে অনুষ্ঠিত হয় কর্মশালা। ’সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন: নাগরিক অধিকার ও দায়িত্ব’ শীর্ষক আলোচনার সূত্রপাত করেন সুজন সম্পাদক ড. বদিউল আলম মজুমদার। অংশগ্রহণকারীগণ তাদের মতামত ব্যক্ত করেন। কর্মশালায় অংশগ্রহণকারীগণ সামপ্রতিক রাজনৈতিক পরিসি’তি নিয়ে আলাপ আলোচনা করেন এবং রাজনৈতিক সংস্কৃতির উত্তরণে নিজেদের করণীয় ঠিক করেন।
অংশগ্রহণকারীগণ
* এক তরফা নির্বাচনকে অনাকাঙ্ক্ষিত এবং অগ্রহণযোগ্য বলে মনে করেন;
*ভোটারদেরকে প্রার্থী সম্পর্কে স্বচ্ছ ধারনা দেয়ার লক্ষ্যে নির্বাচনে অংশগ্রহণকারীদের তথ্য সংগ্রহ করা হবে বলে সিদ্ধান-  নেয়া হয়;
* সংখ্যালঘুদের নিরাপত্তার জন্য নিজ নিজ এলাকায় কার্যক্রম গ্রহণের সিদ্ধান- নেয়া হয়;
* সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য সংস্কার কার্যক্রম অব্যাহত রাখার বিষয়ে ঐক্যমত্য পোষণ করেন;
*জাতীয় নির্বাচনকালীন সরকার ব্যবস’া নিয়ে সৃষ্ট সংকটের উত্তরণে সংলাপ ও সমাধানের উদ্যোগ অব্যাহত রাখবেন বলে সিদ্ধান- নেন;
*সমাজে বিশেষত তরুণ প্রজন্মের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নির্বাচনী অলিম্পিয়াড, গণতন্ত্র অলিম্পিয়াড, বিতর্ক প্রতিযোগিতার আয়োজনও করবেন।
সিদ্ধান-সমূহ বাস-বায়নের লক্ষ্যে অংশগ্রহণকারী নিজ নিজ কর্মপরিকল্পনা করেন। তারা জেলা-উপজেলা কমিটি গঠন, সুজন বন্ধু কমিটি গঠন, নতুন ভোটারদের নিয়ে কর্মশালা, মানব বন্ধন, সমাবেশ, আলোচনা সভা, প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের জনগণের মুখোমুখি করা, সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিতকরণে স’ানীয় পর্যায়ে প্রশাসন, নাগরিক সমাজের সাথে মতবিনিময়, সংখ্যালঘুদের সাথে মতবিনিময়, প্রার্থীদের হলফনামায় তথ্য সংগ্রহ, নতুন সদস্য সংগ্রহ প্রভূতি বিষয়ে পরিকরল্পনা করেন। অংশগ্রহণকারীগণ সমাজে সুশাসন বিষয়ে সচেতনতা সৃষ্টিমূলক কাজ অব্যাহত রাখা এবং স’ানীয়ভাবে সাংগঠনিক শক্তি বৃদ্ধির উপর বেশী জোর দেন।

Related Post

দশম জাতীয় সংসদ নির্বাচন ও বিরাজমান রাজনৈতিক প্রেক্ষাপটে রাজশাহী বিভাগীয় পরিকল্পনা সভাদশম জাতীয় সংসদ নির্বাচন ও বিরাজমান রাজনৈতিক প্রেক্ষাপটে রাজশাহী বিভাগীয় পরিকল্পনা সভা

রাজশাহী চেম্বার ভবন সম্মেলন কক্ষে গত ৯ নভেম্বর ২০১৩ সকাল ১০ টায় অনুষ্ঠিত হয় সুজন রাজশাহী বিভাগীয় পরিকল্পনা সভা। পরিকল্পনা সভা শুরুর পূর্বে রাজশাহী জেলা, মহানগর এবং মেট্রো থানাসমূহের নির্বাচিত

সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন : নাগরিক অধিকার ও দায়িত্ব শীর্ষক খুলনা বিভাগীয় কর্মশালাসুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন : নাগরিক অধিকার ও দায়িত্ব শীর্ষক খুলনা বিভাগীয় কর্মশালা

২২ নভেম্বর ২০১৩, শুক্রবার, বিকেল ৩টায়  জয়তী সোসাইটি, রেল গেইট, যশোরে অনুষ্ঠিত হয় ’সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন : নাগরিক অধিকার ও দায়িত্ব’ শীর্ষক খুলনা বিভাগীয় কর্মশালা। সভাপতিত্ব করেন এডভোকেট সালেহা