সুজন- সুশাসনের জন্য নাগরিক স্থানীয় জনস্বার্থ সংশ্লিষ্ট কার্যক্রম

স্থানীয় জনস্বার্থ সংশ্লিষ্ট কার্যক্রম

শুধু জাতীয় ইস্যুতেই নয়, স্থানীয় জনস্বার্থমূলক বিভিন্ন ইস্যুতেও সুজন কার্যক্রম পরিচালনা করে থাকে। দাবি দিবস পালন, মাদকমুক্ত এলাকা গড়া, খাল সংস্কার, নদী রক্ষা, হাসপাতালের স্বাস্থ্যসেবা উন্নয়ন, যানজট নিরসন, জলাবদ্ধতা নিরসন, রাস্তা সংস্কার, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, সাদামাটি রক্ষা, অবৈধভাবে ভূগর্ভস্থ পাথর উত্তোলন বন্ধ, বালি উত্তোলন বন্ধ, জনবসতিতে ইটভাটা নির্মাণ বন্ধ, হাওড় অঞ্চলের বাঁধ সুরক্ষা, সাধারণ মৎসজীবীদের বঞ্চিত করে প্রভাবশালীদের কাছে হাওর লিজ না দেয়া ইত্যাদি ইস্যুতে একেক এলাকায় একেক সময় এই আন্দোলন পরিচালিত হয়। পরবর্তীতে স্থানীয় সমস্যাভিত্তিক আন্দোলনের বিষয়টি সুজন-এর কর্মতালিকায় সন্নিবেশিত হয়।

রংপুরের শ্যামাসুন্দরী খাল খনন, শরীয়তপুরের নদীর ভেতর খাল খননের প্রতিবাদে আন্দোলন, চাঁপাইনবাবগঞ্জের মাদক বিরোধী আন্দোলন; নেত্রকোণার দুর্গাপুরের সাদামাটি সুরক্ষা ও রাস্তা সংস্কার আন্দোলন, চট্টগ্রামের মীরসরাইয়ের হাসপাতালে মানসম্মত স্বাস্থ্যসেবার আন্দোলন, বগুড়ার নদী রক্ষার আন্দোলন ইত্যাদি স্থানীয় সমস্যাভিত্তিক আন্দোলনের অন্যতম উদাহরণ।

বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের সময়েও সুজন জনগণের পাশে দাঁড়ানোর চেষ্টা করে। উদাহরণস্বরূপ, ২০১৬ সালের বন্যায় কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলা কমিটি এবং বন্যা পরবর্তীকালে ব্যাপকভাবে ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রম পরিচালনা করে। নওগাঁ জেলা কমিটি শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ, বন্যায় আক্রান্তদের জন্য ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রম এবং ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করে। পঞ্চগড় জেলা কমিটিও প্রতিবছর শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণের উদ্যোগ গ্রহণ করে। এছাড়া সুজন বগুড়া জেলা ও গঙ্গাচড়া উপজেলা (রংপুর) কমিটি ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রমে উল্লেখযোগ্য অবদান রাখে। ২০০৭ সালের বন্যা পরবর্তীকালে শেরপুর জেলার ঝিনাইগাঁতী উপজেলা কমিটি স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে বিশাল সেতু নির্মাণ করে এলাকার মানুষের প্রশংসা কুড়ায়।

সুজন-এর উদ্যোগে আরও কিছু কার্যক্রম নিয়মিত বাস্তবায়ন করা হয়ে থাকে। দিবস উদযাপন তার মধ্যে অন্যতম। বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক দিবস দিবসের তাৎপর্যের সাথে সঙ্গতি রেখে যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হয়। দিবসসমূহের মধ্যে উল্লেখযোগ্য আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস, স্বাধীনতা দিবস, আন্তর্জাতিক অহিংস দিবস, বিশ্ব মানবাধিকার দিবস ও বিজয় দিবস ইত্যাদি।