সুজন- সুশাসনের জন্য নাগরিক মতবিনিময় সভা নাগরিকদের নিরাপত্তা ও সামপ্রদায়িক সমপ্রীতি রক্ষায় করণীয় শীর্ষক নাগরিক সমাবেশ, রংপুর

নাগরিকদের নিরাপত্তা ও সামপ্রদায়িক সমপ্রীতি রক্ষায় করণীয় শীর্ষক নাগরিক সমাবেশ, রংপুর

CG-Rangpur-1সুজন রংপুর মহানগর কমিটির উদ্যোগে আটিয়াপাড়া, নীলকন্ঠ, রংপুরে ৬ মার্চ ২০১৪ সকাল ১০ টায় অনুষ্ঠিত হয় নাগরিকদের নিরাপত্তা ও সামপ্রদায়িক সমপ্রীতি রক্ষায় করণীয় শীর্ষক নাগরিক সমাবেশ। সমাবেশে সভাপতিত্ব করেন সুজন রংপুর মহানগর কমিটির সভাপতি আফতাব হোসেন এবং প্রধান আলোচক ছিলেন সুজন কেন্দ্রীয় সমন্বয়কারী দিলীপ কুমার সরকার। অনুষ্ঠান সঞ্চালনা করেন সুজন আঞ্চলিক সমন্বয়কারী রাজেশ দে।

অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফখরুল আনাম বেঞ্জু, সিনিয়র সহ সভাপতি, সুজন রংপুর জেলা কমিটি; আকবর হোসেন, সম্পাদক, সুজন রংপুর জেলা কমিটি; হাসনাতুল হুরি হাসনা, সাধারণ সম্পাদক, বাংলাদেশ মহিলা পরিষদ, রংপুর জেলা কমিটি; ফেরদৌস ওয়াহিদ, সাব ইন্সপেক্টর, বাংলাদেশ পুলিশ, কোতয়ালী থানা, রংপুর; হারাধন রায় হারা, কাউন্সিলর, ৪ নং ওয়ার্ড, রংপুর সিটি কর্পোরেশন; শফিকুল ইসলাম দুলাল, কাউন্সিলর, ১৯ নং ওয়ার্ড, রংপুর সিটি কর্পোরেশন; গোলাম মোহাম্মদ সাজ্জাদ হোসেন স্বাধীন, সম্পাদক, সুজন, রংপুর মহানগর কমিটি।
সমাবেশে আলোচনা করেন স্থানীয় নাগরিক সুধীর কুমার রায়, মাধব ঘোষ, পরিমল চন্দ্র বর্মন, হারুন-অর-রশিদ আব্দু, স্বপন কুমার রায়।
আলোচনার উল্লেখযোগ্য দিকসমূহ:
ক্স    স্থানীয় কিছু মাস্তনের নেতৃত্বে ভূয়া কাগজ বানিয়ে সংখ্যালঘু সমপ্রদায়ভূক্ত একাধিক ব্যক্তির জমি দখল
ক্স    সংখ্যালঘু সমপ্রদায় কর্তৃক ক্রয়কৃত জমির দখল না পাওয়া
ক্স    পুলিশ বিভাগের পক্ষ থেকে স্থানীয়  জমি সংক্রান- সমস্যা সমাধানে সহযোগিতার আশ্বাস প্রদান
ক্স    সুজনের পক্ষ থেকেও জমিসহ স্থানীয় সমস্যা (জুয়া, মাস-ানী, চাঁদাবাজী, মাদকাশক্তি) সমাধানে কাজ করার অঙ্গীকার প্রদান।
ক্স    এক মাসের মধ্যেই কমিউনিটি পুলিশের কমিটি করার সিদ্ধান্ত নেয়া।
ক্স    এলাকায় কেউ মাস্তনী করতে এলে সকলে একতাবদ্ধ হয়ে তাদের আটকে রেখে পুলিশে খবর দেয়ার সিদ্ধান্ত। এ জন্য জরুরি কলের জন্য ফোন নম্বর দেয়া হয়।

Related Post

পোরশায় জনগণের মুখোমুখি চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান প্রার্থীপোরশায় জনগণের মুখোমুখি চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান প্রার্থী

নওগাঁর পোরশায় উপজেলা পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান প্রার্থীগণ গত ১১ মার্চ (মঙ্গলবার সকালে) জনগণের মুখোমুখি হয়েছেন। সারাইগাছী মোড়ে সুজন-সুশাসনের জন্য নাগরিক পোরশা উপজেলা কমিটির আয়োজনে ও পোরশা

নাগরিকদের নিরাপত্তা ও সামপ্রদায়িক সমপ্রীতি রক্ষায় করণীয় শীর্ষক নাগরিক সমাবেশ, দূর্গাপুর, নেত্রকোনানাগরিকদের নিরাপত্তা ও সামপ্রদায়িক সমপ্রীতি রক্ষায় করণীয় শীর্ষক নাগরিক সমাবেশ, দূর্গাপুর, নেত্রকোনা

সুজন দুর্গাপুর উপজেলা কমিটির উদ্যোগে বিপিনগঞ্জ বাজার, দুর্গাপুর, নেত্রকোনায় ১৩ মার্চ ২০১৪ বিকাল ৩ টায় অনুষ্ঠিত হয় নাগরিকদের নিরাপত্তা ও সামপ্রদায়িক সমপ্রীতি রক্ষায় করণীয় শীর্ষক নাগরিক সমাবেশ। সমাবেশে সভাপতিত্ব করেন

নাগরিকদের নিরাপত্তা ও সামপ্রদায়িক সমপ্রীতি রক্ষায় করণীয় শীর্ষক নাগরিক সংলাপ, নেত্রকোনানাগরিকদের নিরাপত্তা ও সামপ্রদায়িক সমপ্রীতি রক্ষায় করণীয় শীর্ষক নাগরিক সংলাপ, নেত্রকোনা

সুজন, নেত্রকোনা পৌর কমিটির উদ্যোগে ১২ মার্চ ২০১৪ সকাল ১০ টায় উপজেলা পরিষদ মিলনায়তন, দুর্গাপুর, নেত্রকোনায় অনুষ্ঠিত হয় ’নাগরিকদের নিরাপত্তা ও সামপ্রদায়িক সমপ্রীতি রক্ষায় করণীয়’ শীর্ষক নাগরিক সংলাপ। সভায় সভাপতিত্ব