সুজন- সুশাসনের জন্য নাগরিক সিটি কর্পোরেশন নির্বাচন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে সুজন কর্তৃক গৃহীত কার্যক্রেমর খরচের খাতসমূহ

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে সুজন কর্তৃক গৃহীত কার্যক্রেমর খরচের খাতসমূহ

 সুজন-সুশাসনের জন্য নাগরিক

৩/৭ আসাদ এভিনিউ, মোহাম্মদপুর, ঢাকা

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে জনসচেতনতামূলক কাজের খরচ

(শুধুমাত্র ইলেকশন কমিশনের এসইএমবি প্রজেক্ট থেকে প্রাপ্ত অর্থের হিসাব বিবরণী)
 
খরচের খাতসমূহ:

বাংলাদেশ ইলেকশন কমিশনের এসইএমবি প্রজেক্ট থেকে প্রাপ্ত অর্থের পরিমাণ            ৯৫০,৬০০/- 

ক্র নং

খরচের খাতসমূহ

টাকা

পোস্টার ছাপানোর খরচ         ১৮২,২৫০/-
লিফলেট ছাপানোর খরচ       ৬০,০০০/-
মেয়র পদে প্রতিদ্বন্দ্বীতাকারী প্রার্থীদের তুলনামূলক চিত্র প্রকাশ ২২৯,৫০০/-
কমিশনার পদে প্রতিদ্বন্দ্বীতাকারী প্রার্থীদের তুলনামূলক চিত্র প্রকাশ ১৪৮,৫০০/-
নাগরিক সংলাপের আয়োজন ৬,০৭১/-
সংবাদ সম্মেলন ৬,০৭০/-
প্রার্থীদের হলফনামায় প্রদত্ত তথ্য সংগ্রহ, ডাটা এন্ট্রি           ৫১,৪৭৪/-
কমিশনার প্রার্থীদের নিয়ে জনগণের মুখোমুখি অনুষ্ঠানের আয়োজন ১৪২,৮৮৫/-
পোস্টার, লিফলেট, তুলনামূলক চিত্র বিলিকরণসহ যাতায়াত খরচ       ১৩৫,০০০/-
মানবন্ধনের আয়োজন ৬,৭০০/-
মোট খরচ        ৯৬৮,৪৫০/

 
                                                                  
নয় লক্ষ আটষট্টি হাজার চারশত পঞ্চাশ টাকা (মাত্র)                      
এ খরচের বাইরেও নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে পোস্টার, লিফলেট, প্রার্থী প্রদত্ত তথ্যের তুলনামূলক চিত্রসহ অন্যান্য খাতে সুজনে’র তহবিল থেকে ব্যয় করা হয়েছে।  
 

দিলীপ কুমার সরকার
প্রধান সমন্বয়কারী, সুজন

Related Post

সিটি কর্পোরেশন নির্বাচনে অনুষ্ঠিত ‘জনগণের মুখোমুখি’সিটি কর্পোরেশন নির্বাচনে অনুষ্ঠিত ‘জনগণের মুখোমুখি’

৪ আগস্ট ২০০৮ এ অনুষ্ঠিত হয় সিটি কর্পোরেশন নির্বাচন। এই নির্বাচনকে সামনে রেখে ১৯ জুলাই রাজশাহী, ২২ জুলাই খুলনা, ২৩ জুলাই বরিশাল এবং ২৫ জুলাই সিলেট সিটি কর্পোরেশনে ‘জনগণের মুখোমুখি’

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদপ্রার্থীদের নিয়ে জনগণের মুখোমুখি অনুষ্ঠানঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদপ্রার্থীদের নিয়ে জনগণের মুখোমুখি অনুষ্ঠান

নির্বাচনী আচরণবিধি মেনে চলা, নির্বাচিত হলে সিটি করপোরেশকে দুর্নীতিমুক্ত, কার্যকর ও জনকল্যাণমূলক প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র প্রার্থীগণ। এছাড়া ঢাকাকে একটি আধুনিক বাসযোগ্য