সদস্য ফরম

সদস্য ফরম প্রিন্ট ভার্সন

3 thoughts on “সদস্য ফরম”

  1. সুজন সভাপতি আজ ত্রিতীয়মাত্রায় প্রশ্ন করেন দুই নেত্রীর আর কি চাওয়া-পাওয়ার থাকতে পারে ? তাঁর সহজ উত্তর-
    সুজন সভাপতি আজ ত্রিতীয়মাত্রায় প্রশ্ন করেন দুই নেত্রীর আর কি চাওয়া-পাওয়ার থাকতে পারে ? তাঁর সহজ উত্তর-
    ছোট বেলায় বর জ্যাঠার কাছে ধাধা শুনেছিলাম, ‘দুটি ডালে কয়েকটি পাখী বসেছিল। এক ডালের পাখীরা বলছে, তোমাদের থেকে একজন আস আমরা তোমাদের দিগুন হই। অপর ডালের পাখীরা বলল, না বরং তোমাদের থেকে একজন আস আমরা তোমাদের সমান হই। বলতে হবে কোন ডালে কয়টি পাখী আছে ?
    আমাদের দুই নেত্রী মূলত এই ধাঁধায় আটকে গেছেন। খালেদা জিয়া ৩ বারের প্রধানমন্ত্রী, তিনি দেখছেন শেখ হাসিনার দিগুন হওয়ার সুবর্ণ সুযোগ তাঁর দোয়ারে কড়া নাড়ছে। পক্ষান্তরে, শেখ হাসিনার সামনে একদিকে খালেদার অর্ধেক হওয়ার অপমানের আশংকা অপরদিকে যেকোন প্রকারে নির্বাচন করে সরকার গঠন করে ২/৪ মাস থাকতে পারলেই তিনি খালেদার সমান হয়ে যাবেন।
    হাবিবুর রহমান হারুন, শেরপুর।

  2. 1) Perhaps the central committee of Shujan is not constituted by secret ballots of its
    National Committee members.
    2) Perhaps spelling of ’সুজন-Shujan’ is wrong. Because স = S and শ = Sh.
    So, dear authority, if I am correct then make necessary correction on both matters pls.

Leave a Reply to Sujan-Sathi Cancel reply

Your email address will not be published. Required fields are marked *