সুজন- সুশাসনের জন্য নাগরিক সংবাদ সম্মেলন সিটি করপোরেশন নির্বাচন: ২০০৮ ও ২০১৩ প্রার্থীদের তথ্যের তূলনামূলক বিশ্লেষণ

সিটি করপোরেশন নির্বাচন: ২০০৮ ও ২০১৩ প্রার্থীদের তথ্যের তূলনামূলক বিশ্লেষণ

Pres conference-SHUJANআগামী ১৫ জুন ২০১৩ তারিখে বরিশাল, খুলনা, সিলেট ও রাজশাহী সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। চারটি সিটি কর্পোরেশনে সর্বমোট ১২ জন মেয়র প্রার্থী, ১১৮ টি সাধারণ ওয়ার্ডে ৫৪৮ জন কাউন্সিলর প্রার্থী এবং ৩৯টি সংরক্ষিত ওয়ার্ডে ১৯১ জন প্রার্থী অর্থাৎ সর্বমোট ৭৫১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচনী বিধি অনুযায়ী, প্রার্থীগণ মনোনয়নপত্রের সঙ্গে হলফনামা আকারে ৭ ধরনের তথ্য (আয়কর বিবরণীসহ) রিটার্নিং অফিসারের কার্যালয়ে দাখিল করেছেন।
এই চারটি সিটি কর্পোরেশনে ইতোপূর্বে ২০০৮ এর ৪ আগস্ট নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। ঐ নির্বাচনে মেয়র, কাউন্সিলর এবং সংরক্ষিত আসনের কাউন্সিলর হিসেবে যারা নির্বাচিত হয়েছিলেন, ৪ জন বিদায়ী মেয়রসহ তাঁদের অধিকাংশই আসনড়ব সিটি কর্পোরেশন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। ‘সুজন’-এর পক্ষ থেকে ২০০৮ ও ২০১৩ সালের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী ৮জন মেয়র প্রার্থীসহ ২০০৮ সালে নির্বাচিত কাউন্সিলরদের মধ্যে যারা আসনড়ব নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন, তাঁদের ২০০৮ ও ২০১৩-এর আয় ও সম্পদের তথ্য বিশে−ষণ করা হয়েছে। আমরা গণমাধ্যমের সহায়তায় তথ্যের এই বিশে−ষণ সংশি−ষ্ট এলাকাসমূহের ভোটারদের জ্ঞাতার্থে তুলে ধরতে চাই – যাতে ভোটাররা প্রার্থীদের সম্পর্কে ভালোভাবে জেনে-শুনে-বুঝে অপেক্ষাকৃত সৎ ও যোগ্য প্রার্থীদের নির্বাচিত করতে পারেন।
প্রার্থীদের তথ্যের বিশ্লেষণ দেখতে এখানে ক্লিক করুন

Related Post

‘প্রসঙ্গ জেলা পরিষদ আইন’ শীর্ষক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত‘প্রসঙ্গ জেলা পরিষদ আইন’ শীর্ষক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

বাংলাদেশে একটি পূর্ণাঙ্গ, শক্তিশালী, যুগোপযোগী ও কার্যকর জেলা পরিষদ গঠনের জন্য সরকারের নিকট আহ্বান জানিয়েছেন সুজন-সুশাসনের জন্য নাগরিক-এর নেতৃবৃন্দ। গত ১০ সেপ্টেম্বর ২০১৬ সকাল ১১.০০টায়, রিপোর্টার্স ইউনিটিতে সুজন আয়োজিত ‘প্রসঙ্গ

‘ইউনিয়ন পরিষদ নির্বাচন ২০১৬: রক্তক্ষয়ের রেকর্ড’ শীর্ষক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত‘ইউনিয়ন পরিষদ নির্বাচন ২০১৬: রক্তক্ষয়ের রেকর্ড’ শীর্ষক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

‘ব্যাপক সহিংসতাসহ বিভিন্ন ধরনের নির্বাচনী অনিয়মের কারণে বাংলাদেশের ইতিহাসে চলমান ইউনিয়ন পরিষদ নির্বাচন সবচেয়ে মন্দ ইউনিয়ন পরিষদ নির্বাচন’ বলে মন্তব্য করেছেন সুজন-সুশাসনের জন্য নাগরিক-এর নেতৃবৃন্দ। আজ ২৬ মে ২০১৬ সকাল

‘চার সিটি করপোরেশন নির্বাচনে কারা নির্বাচিত হলেন এবং গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে কারা প্রতিদ্বন্দ্বিতা করছেন’ শীর্ষক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত‘চার সিটি করপোরেশন নির্বাচনে কারা নির্বাচিত হলেন এবং গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে কারা প্রতিদ্বন্দ্বিতা করছেন’ শীর্ষক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

সিটি করপোরেশনসহ অন্যান্য স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলো ক্রমশ ব্যবসায়ীদের করায়ত্ত হচ্ছে, যা গণতন্ত্রের জন্য ইতিবাচক নয়। কারণ নির্বাচনে শুধু ব্যবসায়ীদের প্রতিনিধিত্ব থাকলে অন্যান্য যোগ্য প্রার্থীদের সুযোগ থাকে না বলে মন-ব্য করেছেন