২০১৭ সালে সুজন-এর জেলাভিত্তিক বার্ষিক কর্মপরিকল্পনা প্রণয়নের লক্ষ্যে সারা দেশে ৯টি আঞ্চলিক পরিকল্পনা সভার আয়োজন করা হয়। ২৭ জানুয়ারি – ৪ মার্চ ২০১৭ পর্যন্ত ঢাকা, রাজশাহী, রংপুর, চট্টগ্রাম, কুমিল্লা, যশোর, বরিশাল, ময়মনসিংহ ও সিলেটে সভাসমূহ অনুষ্ঠিত হয়। প্রতিটি আঞ্চলিক পরিকল্পনা সভায় সংশ্লিষ্ট অঞ্চলের জেলা, মহানগর, উপজেলা, থানা, পৌর ও ইউনিয়ন কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভাসমূহে মূখ্য আলোচক হিসেবে অংশ নেন সুজনের কেন্দ্রীয় সম্পাদক ড. বদিউল আলম মজুমদার। কেন্দ্রীয় সুজন-এর পক্ষ থেকে সভাসমূহে সঞ্চালনার দায়িত্ব পালন করেন সংগঠনের কেন্দ্রীয় সমন্বয়কারী দিলীপ কুমার সরকার।
এ সংক্রান্ত প্রতিবেদনটি বিস্তারিত পড়তে এখানে ক্লিক করুন