সুজন- সুশাসনের জন্য নাগরিক প্রার্থীদের তথ্যাবলি বিষয়ক বই

প্রার্থীদের তথ্যাবলি বিষয়ক বই

২০১২ সালে নবম জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীদের তথ্য সম্বলিত এবং ২০১৩ সালে তৃতীয় উপজেলা পরিষদ নির্বাচনে বিজয়ী উপজেলা চেয়ারম্যান ও ভাইস-চেয়ারম্যানদের তথ্য সম্বলিত গ্রন্থ প্রকাশ করা হয় সুজন-এর পক্ষ থেকে। গ্রন্থ দুটি ‘প্রথম আলো’র সাথে যৌথ উদ্যোগে প্রকাশিত হয়। পরবর্তীতে ২০২১ সালে দশম ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীদের তথ্য নিয়ে আরও দুটা গ্রন্থ প্রকাশ করা হয়। বইগুলো প্রকাশ করে আগামী প্রকাশনী।

সুজন মনে করে, গ্রন্থগুলো একেকটি ঐতিহাসিক দলিল। এগুলোতে জাতীয় সংসদ ও উপজেলা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীদের সম্পর্কে আটটি গুরুত্বপূর্ণ তথ্য এই গ্রন্থে সন্নিবেশ করা হয়েছে। এই তথ্যাবলি প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা, রুজুকৃত ফৌজদারি মামলা (যদি থাকে), মামলার ফলাফল, পেশা, আয়ের উৎস, নির্ভরশীলদের সম্পদ, দায়-দেনা ইত্যাদি সংক্রান্ত। হলফনামার তথ্য ছাড়াও এসব গ্রন্থে বিজয়ী সংসদ সদস্যদের তথ্যের বিশ্লেষণ, প্রজাতন্ত্রের গুরুত্বপূর্ণ পদে নিয়োজিত ব্যক্তিদের এবং মনোনীত প্রার্থীদের তথ্যের তুলনামূলক চিত্র তুলে ধরা হয়েছে। গ্রন্থের পরিশিষ্টে নির্বাচনের ফলাফল-সহ প্রাসঙ্গিক প্রায় সব তথ্যই গ্রন্থে উল্লেখ করা হয়েছে। আপনারা জেনে খুশি হবেন যে, নবম, দশম ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তথ্যাবলি নিয়ে আমাদের উদ্যোগে প্রকাশিত তিনটি গ্রন্থের মুখবন্ধ লিখেছিলেন যথাক্রমে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা বিচারপতি হাবিবুর রহমান, সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জনাব আবু হেনা এবং ড. এটিএম শামসুল হুদা।

বিশেষ দ্রষ্টব্য: বইগুলো রকমারি ডটকম কিংবা সচিবালয় থেকে সংগ্রহ করা যাবে। নিচে রকমারি ডটকমের লিংক যুক্ত করা হলো:

১. একাদশ জাতীয় সংসদ নির্বাচন-২০১৮ প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীদের তথ্যাবলি: www.rokomari.com/book/233690/ekadash-jatiya-sangsad-nirbachon-2018-protiddanditakari-pratthider-tathaboli

সাবেক নির্বাচন কমিশনার মোহাম্মদ আবু হেনা কর্তৃক লিখিত মুখবন্ধটি পড়তে ক্লিক করুন

২. দশম জাতীয় সংসদ নির্বাচন–২০১৪ প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীদের তথ্যাবলি: www.rokomari.com/book/233688/dashom-jatiya-sangsad-nirbachon-2014-protiddanditakari-prarthider-tathaboli

সাবেক নির্বাচন কমিশনার ড. এটিএম শামসুল হুদা কর্তৃক লিখিত মুখবন্ধটি পড়তে ক্লিক করুন

৩. নবম জাতীয় সংসদ নির্বাচন ২০০৮ অংশগ্রহণকারী প্রার্থীদের তথ্যাবলি: www.rokomari.com/book/44425/nobom-jatiyo-songsod-2008-ongshogronkari-prathider-tothoboli

সাবেক প্রধান বিচারপতি ও ১৯৯৬-এর তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ হাবিবুর রহমান কর্তৃক লিখিত মুখবন্ধটি পড়তে ক্লিক করুন

৪. উপজেলা পরিষদ নির্বাচন ২০০৯: চেয়ারম্যান ও ভাইস চেয়াম্যানদের তথ্যাবলি: www.rokomari.com/book/63918/upazila-parishad-nirbachon-2009-chairman-o-vice-chairmander-tothaboli