সাংগঠনিক কাঠামো

‘সুজন’-এর সাংগঠনিক কমিটির চারটি স্তর বা পর্যায়ে রয়েছে। এই চারটি স্তর হলো কেন্দ্র, জেলা, উপজেলা ও ইউনিয়ন। কেন্দ্রীয় পর্যায়ে জাতীয় ও কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি, জেলা পর্যায়ে জেলা কমিটি, উপজেলা পর্যায়ে উপজেলা কমিটি এবং ইউনিয়ন পর্যায়ে ইউনিয়ন কমিটি দায়িত্ব পালন করবে। এছাড়াও শহরাঞ্চলে সংগঠনের বিস্তৃতির জন্য বিভাগীয় ও সিটি করপোরেশনভুক্ত শহরসমূহে মহানগর কমিটি এবং পৌরসভার আওতাভুক্ত শহরসমূহে পৌর কমিটিসহ ওয়ার্ড কমিটি গঠন করা হবে। আগ্রহী হলে ইউনিয়ন কমিটিসমূহও ওয়ার্ড কমিটি গঠন করতে পারবে। মহানগর ও পৌর কমিটিসমূহ যথাক্রমে জেলা ও উপজেলা কমিটির সমমর্যাদাসম্পন্ন হবে। প্রয়োজন মনে করলে প্রতিটি স্তরের কমিটি উপদেষ্টা মনোনীত করতে অথবা উপদেষ্টা পরিষদ গঠন করতে পারবে।

মহানগর কমিটিসমূহ মহানগর এলাকা এবং পৌর কমিটিসমূহ পৌরসভা এলাকায় সংগঠনের সার্বিক কর্মকাণ্ড পরিচালনা করবে। সংশ্লিষ্ট জেলা ও উপজেলা কমিটিসমূহ যথাক্রমে মহানগর এলাকা বহির্ভূত সমগ্র জেলা এবং পৌর এলাকা বহির্ভ‚ত সমগ্র উপজেলায় সংগঠনের সার্বিক কর্মকাণ্ড পরিচালনা করবে।

বিভাগভিত্তিকভাবে সাংগঠনিক কার্যক্রমের সমন্বয় সাধনের জন্য প্রতিটি বিভাগে একটি করে বিভাগীয় সমন্বয় কমিটি থাকবে। বিভাগীয় সদরের জেলা কমিটির সভাপতি এই কমিটির আহ্বায়ক এবং বিভাগীয় সদরের জেলা বা মহানগর কমিটির সম্পাদক এই কমিটির সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন। প্রতিটি জেলা ও মহানগর কমিটির সভাপতি ও সম্পাদকগণ হবেন সংশ্লিষ্ট বিভাগীয় সমন্বয় কমিটির সদস্য।

সুজনের নীতি ও আদর্শে বিশ্বাসী যে কোনো সামাজিক বা স্বেচ্ছাসেবী সংগঠন সুজনের সহযোগী সংগঠন হিসেবে কাজ করতে পারবে।