সুজন- সুশাসনের জন্য নাগরিক প্রকাশনা ও প্রতিবেদন

প্রকাশনা ও প্রতিবেদন

সুজন-এর লক্ষ্য, উদ্দেশ্য, চলমান কার্যক্রম ও চিন্তা-চেতনা জনগণের সামনে তুলে ধরার লক্ষ্যে ‘সুজন সংবাদ’ নামে একটি অনিয়মিত নিউজলেটার এবং অনলাইনভিত্তিক ‘সুজন ই-নিউজ লেটার’ প্রকাশ করা হয়। এছাড়াও বিভিন্ন সময়ে লিফলেট, পোস্টার, প্রার্থী প্রদত্ত তথ্যের তুলনামূলক চিত্র ও ব্রুশিয়র প্রকাশ করা হয়। জাতীয় সম্মেলন উপলক্ষে সাংগঠনিক প্রতিবেদন ও বিশেষ প্রকাশনা প্রকাশিত হয়। এছাড়াও নির্বাচন সংক্রান্ত বিভিন্ন আইনসমূহ যাতে আগ্রহী ব্যক্তিগণ সহজে এবং একত্রে পেতে পারে সে লক্ষ্যে এ সংক্রান্ত সকল আইন একত্র করে বাংলা অনুবাদসহ ২০০৮ ও ২০১৭ সালে ‘সংসদ নির্বাচন সংক্রান্ত আইন’ শিরোনামে একটি বই প্রকাশ করা হয়। ২০১২ সালে নবম জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীদের তথ্য সম্বলিত, ২০১৩ সালে তৃতীয় উপজেলা পরিষদ নির্বাচনে বিজয়ী উপজেলা চেয়ারম্যান ও ভাইস-চেয়ারম্যানদের তথ্য সম্বলিত, ২০২১ সালে দশম ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীদের তথ্য সম্বলিত মোট চারটি গ্রন্থ প্রকাশ করা হয় সুজন-এর পক্ষ থেকে। প্রথম গ্রন্থ দুটি ‘প্রথম আলো’র সঙ্গে এবং দ্বিতীয় দুটি গ্রন্থ আগামী প্রকাশনীর যৌথ উদ্যোগে প্রকাশিত হয়। সর্বশেষ ২০২২ সালে সুজন-এর জাতীয় সম্মেলন উপলক্ষে দেশের বিশিষ্ট ব্যক্তি ও লেখকদের নিবন্ধ নিয়ে ‘পঞ্চাশের বাংলাদেশ’ শিরোনামে একটি বিশেষ প্রকাশনা প্রকাশিত হয়।