সুজন- সুশাসনের জন্য নাগরিক জাতীয় সংসদ নির্বাচন-২০০৮ বিষয়ক পত্রিকা নিউজ বারবার প্রার্থী বদল, এক আসনে একাধিক প্রার্থী মনোনয়ন নিয়ে বিএনপির ভেতরেই নানা প্রশ্ন

বারবার প্রার্থী বদল, এক আসনে একাধিক প্রার্থী মনোনয়ন নিয়ে বিএনপির ভেতরেই নানা প্রশ্ন


আরিফুর রহমান
গত শনিবার সকালে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে দলের দপ্তর সম্পাদক রুহুল কবির রিজভী লক্ষ্মীপুর-২ আসনে বিএনপির প্রার্থী হিসেবে সাবেক সাংসদ ও জেলা বিএনপির সভাপতি আবুল খায়ের ভূঁইয়ার নাম ঘোষণা করেন। সঙ্গে সঙ্গে উল্লাসে ফেটে পড়েন তাঁর সমর্থকেরা। কিনতু উল্লাসের রেশ কাটতে না কাটতেই দপ্তর সম্পাদক একই আসনে বিএনপির প্রার্থী হিসেবে কবির আহমেদ ভূঁইয়ার নাম ঘোষণা করেন। খোঁজ নিয়ে জানা যায়, কবির ভূঁইয়া মূলত একজন ব্যবসায়ী। তিনি তারেক রহমানের বিরুদ্ধে প্রথম চাঁদাবাজির মামলার বাদী আমিন আহমেদ ভূঁইয়ার ভাই।
কবির আহমেদ ভূঁইয়াকে মনোনয়ন দেওয়ায় অপর মনোনয়নপ্রাপ্ত আবুল খায়ের ভূঁইয়া ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান দলের দপ্তর সম্পাদকের কাছে। জবাবে দপ্তর সম্পাদক তাঁকে জানান, এটি দলের সিদ্ধান্ত। কেন এমন হয়েছে, এটি তাঁর জানা নেই।
তথ্য সূত্র: প্রথম আলো, ২ ডিসেম্বর ২০০৮