সুজন- সুশাসনের জন্য নাগরিক গোলটেবিল বৈঠক সরকারের সামপ্রতিক সিদ্ধান্ত স্থানীয় সরকার ব্যবস্থাকে কবর দেওয়ার শামিল-গোলটেবিল বৈঠকে বক্তারা

সরকারের সামপ্রতিক সিদ্ধান্ত স্থানীয় সরকার ব্যবস্থাকে কবর দেওয়ার শামিল-গোলটেবিল বৈঠকে বক্তারা

গত ২৯ wW‡m¤^i ২০১১, সকাল ১০.৩০টায়, জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে, সুজনেউদ্যোগে স্থানীয় সরকার বিষয়ে সামপ্রতিক সরকারি সিদ্ধান্ত ও নাগরিক ভাবনা শীর্ষক একটি গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়সুজন সহ-সভাপতি জনাব এম হাফিজ উদ্দিন খান সঞ্চালক হিসেবে দায়িত্ব পালন করেনবৈঠকে উপস্থিত ছিলেন সুজন নিবার্হী সদস্য জনাব এস এম শাহজাহান, অধ্যাপক মনিরুজ্জামান মিয়া, রাজনীতিবিদ ইনাম আহমেদ চৌধুরী হুমায়ূন কবীর হিরু, সুজন সম্পাদক ড. বদিউল আলম মজুমদার, অধ্যাপক কামাল আতাউর রহমান, সংবাদিক মনির হায়দার, সিংড়া পৌরসভার মেয়র জনাব জনাব শামীম আল রাজী, আড়াইহাজার উপজেলার ভাইস চেয়ারম্যান মুজাহিদুর রহমান হেলো, নারায়ণগঞ্জ সদরের ভাইসচেয়ারম্যান ফাতেমা মনির, নোয়াখালীর চাটখিল উপজেলার ভাইসচেয়ারম্যান সাজ্জাদ আহমেদ, ইসলামপুর ইউনিয়নের চেয়ারম্যান জনাব আবুল হোসেন খান, এডভোকেট তাসনীম রানা প্রমূখ

 এম হাফিজউদ্দিন খান বলেন, অত্যন্ত দুঃখের বিষয় হলো আমাদের প্রধান দুই রাজনৈতিক দলের মধ্যেই স্থানীয় সরকার সম্পর্কে নেতিবাচক মনোভাব রয়েছেস্থানীয় সরকার বিষয়ে রাষ্ট্রীয় পর্যায়ে যে দেশে সুপ্রিম কোর্টের রায় লঙ্ঘন করা হয়, সংবিধান লঙ্ঘন করা হয়, সেই দেশের সরকারের কাছ থেকে জনগণের প্রতাশা নিয়ে তিনি প্রশ্ন তুলেন

 মূল প্রবন্ধ উপস্থাপন করেন সুজন সম্পাদক ড. বদিউল আলম মজুমদার তিনি তার প্রবন্ধে বলেন, বর্তমান সরকার ৩টি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করেছেপ্রথমত, সরকার পুনঃপ্রচলিত উপজেলা আইনটিকে সংশোধন করেছেমোটা দাগে এ সংশোধনের মাধ্যমে উপজেলা নির্বাহী অফিসারকে উপজেলা পরিষদের মূখ্য নির্বাহী কর্মকর্তা, পরিষদের পরিবর্তে উপজেলা চেয়ারম্যানকে নির্বাহী ক্ষমতা প্রদান এবং ষ্ট্যান্ডিং কমিটির সংখ্যা বাড়িয়ে পরিষদের দুই ভাইস চেয়ারম্যানকে সকল ষ্ট্যান্ডিং কমিটির সভাপতি করা হয়সংশোধনীটি পাশ করার আগে উপজেলা পরিষদে মূলত সংসদ সদস্য ও উপজেলা চেয়ারম্যান বা ভাইস চেয়ারম্যানদের সঙ্গে একটি দ্বিমূখী ক্ষমতার দ্বন্দ্ব বিরাজমান ছিলবতর্মানে এটি একটি ত্রিমূখী দ্বন্দ্বে পরিণত হয়েছেদ্বিতীয়ত সরকার ৬১টি জেলায় দলীয় কিংবা অঙ্গ সংগঠনের নেতাদের মধ্য থেকে প্রশাসক নিয়োগ দিয়েছেনএটি আমাদের সংবিধানের নগ্ন লঙ্ঘন বলে তিনি   মন্তব্য করেনএকইসঙ্গে এটি আমাদের উচ্চ আদালতের সিদ্ধান্তেরও পরিপন্থীএছাড়া এর মাধ্যমে জেলা পর্যায়ে একটি চরম দ্বন্দ্বাত্বক পরিস্থিতির সৃষ্টি করবে বলে আমাদের আশঙ্কাবিচারপতি সাহাবুদ্দীন আহমদের নেতৃত্বে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগ এক সর্বসম্মত রায়ে বলেন, ছয়মাসের মধ্যে জেলা পরিষদে নির্বাচিত ব্যক্তিদের হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবেআদালতের রায় আজও বাস্তবায়িত হয়নি এবং জেলা পরিষদের প্রশাসক নিয়োগ করা হয়েছে এ রায় উপেক্ষা করেইর্বশেষ সিদ্ধান্তটি হলো, ঢাকা মহানগরীকে ঢাকা উত্ত ঢাকা দক্ষিণে বিভক্ত করা এবং পরবর্তীতে দুইজন সরকারি কর্মকর্তাকে এগুলোর প্রশাসক হিসেবে নিয়োগ প্রদানঢাকা মহানগরকে বিভক্ত করে রাজধানীর ওপর জনসংখ্যার চাপ কমানো যাবে নাএর জন্য প্রয়োজন হবে একটি বলিষ্ঠ গণতান্ত্রিক বিকেন্দ্রীকরণ কর্মসূচিকেননা বিভক্তি এবং বিকেন্দ্রীকরণ এক বিষয় নয়এসময় তিনি বলেন, সরকারের এসকল কর্মসূচির প্রভাব সুদূরপ্রসারীএর ফলে আমাদের গণতান্ত্রিক প্রক্রিয়া ধ্বংস হয়ে যেতে পারেএটি আমাদের গণতান্ত্রিক ব্যবস্থার জন্য সুফল বয়ে আনবে না, ক্ষমতাসীন দলের জন্যও নাএসব অজনপ্রিয় সিদ্ধান্তের মাশুল শুধু বর্তমান সরকারকেই নয়, পুরো জাতিকেই হয়তো ভবিষ্যতে গুণতে হবে

জনাব এ এস এম শাহজাহান বলেন, বতর্মান স্থানীয় সরকার ব্যবস্থা জগাখিচুরিতে পরিণত হয়েছেতিনি আরো বলেন, স্থানীয় সরকার নিবার্চিত ব্যক্তিদের দ্বারাই পরিচালিত হওয়ার কথা আর তা কার্যকর না হলে সরকার ও জাতির জন্য বোঝা হয়ে যাবেআর এ সমস্যার সমাধান সংলাপের মাধ্যমেই হতে হবেসরকার দলীয় কিংবা অঙ্গ সংগঠনের নেতাদের মধ্য থেকে প্রশাসক নিয়োগ প্রদান করেছে উল্লেখ করে অধ্যাপক মনিরুজ্জামান মিঞা বলেন, এর সাথে নিশ্চয়ই অর্থের যোগাযোগ এবং পরবর্তী নির্বাচনে জয় লাভের বাসনা রয়েছেদেশের মানুষ সরকারের এসকল সিদ্ধান্ত মেনে নেবে নাজনাব ইনাম আহমেদ চৌধুরী বলেন, স্থানীয় সরকারকে কেন্দ্র করে আমাদের দীর্ঘ দিনের লালিত ¯^cœ‡K কবর দেবার কোন অধিকার বর্তমান সরকারের নেইএজন্য স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হলে সকল স্তরের জনগণকে নিয়ে আন্দোলন করতে হবেজনাব হুমায়ূন কবীর হিরু বলেন, বর্তমান সরকার তাদের নির্বাচনী ইশতেহারের কোন পর্যালোচনা করে বলে মনে হয় নাস্থানীয় সরকার কি, কীইবা এর গুরুত্ব এ নিয়েও কোনো আলোচনা-পযালোচনা করে নাএ অবস্থা পরিবর্তনের জন্য আমাদেরকে সামাজিক অন্দোলন গড়ে তুলতে হবেভাইস চেয়ারম্যান জনাব ফাতেমা মনির বলেন, তিন বছর অতিবাহিত হয়ে গেল আমাদের কোন দায়-দায়িত্ব নেই, ক্ষমতা নেইআমরা কোন কাজ করতে পারি নাসরকার আমাদেরকে হাসির পাত্রে পরিণত করেছেজনাব আবুল হোসেন খান স্থানীয় সরকার ব্যবস্থার সবগুলো স্তরের বরাদ্দ বৃদ্ধির পরামর্শ প্রদান করেন এবং জেলা পরিষদের অধীনে জেলায় একটি মিনি পার্লমেন্ট গঠনের প্রস্তাব করেন তিনি অবিলম্বে জেলা পরিষদ নিবার্চ দাবি করেন

 

Related Post

সুজন-এর উদ্যোগে ‘বাংলাদেশের শিক্ষাধারার গতিপ্রকৃতি’ শীর্ষক গোলটেবিল বৈঠক আয়োজনসুজন-এর উদ্যোগে ‘বাংলাদেশের শিক্ষাধারার গতিপ্রকৃতি’ শীর্ষক গোলটেবিল বৈঠক আয়োজন

বর্তমান শিক্ষা বছরে সরকার প্রণীত পাঠ্যপুস্তকসমূহের অমার্জনীয় ভুল ও অনাকাক্ষিত পরিবর্তনসমূহ নিয়ে সমাজের সকল স্তরে বিভ্রান্তি ও বিতর্ক সৃষ্টি হয়েছে। এটি একাধারে যেমন পেশাদারিত্বের ঘাটতি, তেমনি রাজনৈতিক উদ্দেশ্যকেও আলোচনায় নিয়ে

স্থানীয় সরকার: সমস্যা, সম্ভাবনা ও করণীয় র্শীর্ষক সুজনে’র গোলটেবিল আলোচনাস্থানীয় সরকার: সমস্যা, সম্ভাবনা ও করণীয় র্শীর্ষক সুজনে’র গোলটেবিল আলোচনা

স্থানীয় সরকার এবং স্থানীয় শাসন ব্যবস্থা নিয়ে এ মুহূর্তে বাংলাদেশে উদ্বেগ ও উৎকণ্ঠার অন্ত নেই। বেশিরভাগ আলোচনায় একটি বিষয় ঘুরে-ফিরে আসে তা হচ্ছে “স্থানীয় সরকার ব্যবস্থাকে শক্তিশালী” করতে হবে। প্রশ্ন

সংস্কারের হালচাল শীর্ষক গোলটেবিল আলোচনা অনুষ্ঠিতসংস্কারের হালচাল শীর্ষক গোলটেবিল আলোচনা অনুষ্ঠিত

গত ১৫ মে, ২০০৮ সকাল ১০টায় সিরডাপ মিলনায়তনে ‘সংস্কারের হালচাল’ শীর্ষক এক বিশেষ গোলটেবিল আলোচনা অনুষ্ঠিত হয়। সুজন-সুশাসনের জন্য নাগরিকের উদ্যোগে অনুষ্ঠিত এই গোলটেবিল আলোচনায় সভাপতিত্ব করেন ‘সুজন’ সভাপতি অধ্যাপক